আমাদের কথা খুঁজে নিন

   

নিরবতা

ভালো মানুষ হতে চাই"-উত্তরটা এমনি ছিল। ছোট্ট একটা মুখ থেকে এমন উত্তর পেয়ে নিজেকে কাঠগোড়ায় দাঁড় করালাম,কীসের পেছনে ছুটছি এতো!! মানসশৈত্যজবিভবলব্ধতাড়নাপ্রসূতজান্তবপ্রবৃত্তিহেতু এক নিঃস্বপ্ননিদ্রাভিলাষী পাগলা কুকুরটা আবার কামরাতে চাইতেছে আমাকে । ভয়ে ভয়ে কুকরে থাকি সর্বদা । তার লম্বা দাঁত গুলোকে হায়েনার মত লাগে । ভিষন অন্ধকার আমার ভিতর বাহির ।

হাত বাড়িয়ে একটা আশ্রয় খুজি । নিরবে সন্তপর্নে ,পাইনা । আরেকবার নিজের দিকে থাকাই ,ঠিকমত দেখা যায়না তবুও বুজতে পারি নীল হয়ে আছি । আরেকটু এগিয়ে যাই ,ঠিকমত হাঁটার চেষ্টা করি ,নিজের উপর বিশ্বাষ রাখার আকুন্ঠ প্রচেষ্টা । তার লাল টোঁট গুলো আমার রক্তে রন্জিত,নাক দুঠো দিয়ে গরম নিঃশ্বাষ অবিরত প্রবাহমান ।

লেলিহান চোখগুলো দিয়ে অগ্নেয়গিরির উদগিরিত লাভা বহমান । নিজেকে বাচাঁনোর প্রবল প্রচেষ্টা ব্যার্থ । বুকের বাম পাশটা কেপেঁ উঠল । তারপর নিরবতা । একটা স্বপ্নের কবর ।

"সংক্ষেপিত " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।