আমাদের কথা খুঁজে নিন

   

তারুণ্যর জয়গান

তারুণ্য মানে বিজয় – অহংকার জাতির । যে ভয়ে কখনো পিছপা হয় না । এগিয়ে চলে দুর্গম পথে সে । শত বাঁধা এসে তার পায়ে লুটিয়ে পড়ে । তরুনের পায়ের পাতায় পিষ্ট হয়ে বাঁধা গুলো পালাবার পথ খুঁজে পায় না ।

তারুণ্য আমাদের লেখক সত্তা – তারুণ্য আমাদের জীবনের চিত্র। যে একে যায় আমাদের জীবনযাত্রা । তারুণ্য যখন প্রতিবাদ মুখর হয় সত্য তখন বেরিয়ে আসে অন্ধকারের আড়াল হতে । তারুণ্য যখন হাত বাড়িয়ে দেয় পথের মানুষের দিকে – তখন কষ্ট মুছে যায় পথের মানুষদের । তারুণ্য যখন স্বপ্ন দেখে - স্বপ্ন গুলো আলো ছড়ায় মানুষের মাঝে ।

তারুণ্য যখন আঘাত পায় – আঘাত তার কাছে পরাজিত হয় মনের জোরে । তারুণ্য যখন বিজয় অনুভব করে – নিন্দুকেরা কুলপ আঁটে মুখে । তারুণ্য যখন এগিয়ে যায় – জনতা তখন সবুজ গালিচায় স্বাগত জানায় । তারুণ্য যখন জয়ী হয়ে আসে পৃথিবী তাকে হাজার সালাম জানিয়ে বরণ করে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।