আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহকে দেখার অভিপ্রায়ে অলির দরবারে এক ইহুদির মুসলমান হওয়া

আল্লাহর অলি আত্তাধিক মহামানব বায়েজিদ বোস্তাম রা , ইরানের কোন এক মসজিদে ভক্তদের নিয়ে আল্লাহর গুন কীর্তন গাইছিলেন । হটাৎ এক ইহুদি এসে তার কথা বন্ধ করে দিয়ে বললেন হে জ্ঞান তাপস যদি এই মুহূর্তে আল্লাহকে দেখাতে পারেন আমি তওবা করে মুসলমান হয়ে যাব । আল্লাহর অলি লোকটি কে বললেন পাহাড়ে যাও , লোকটি কথামত পাহাড়ে অবস্থান করলেন , হটাৎ এক মস্ত বড় ভাগ হুংকার ছেড়ে সামনে দাঁড়াল , লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে অলির দরবারে আরজি রাখল হুজুর আমাকে বাঘের দাড়ে পাটালেন আরেকটুঁ হলে আমাকে খেয়েই ফেলত । এবার আল্লাহর অলি বললেন এই বাঘ টির মালিক আল্লাহ , তাকে ভয় কর । না হুজুর সে আমি মানিনা , আমি আল্লাকেই দেখতে চাই ।

এবার একটি গাছ দেখিয়ে বললেন এখানে যাও , লোকটি গাছে আরোহণ করতেই দেখতে পাইলেন এক প্রকাণ্ড সাপ হা করে আছে , এবার লোকটি আরও ভয়ে কম্পমান হয়ে এল এবং বলল হুজুর সাপ আমাকে গিলেই ফেলত । আল্লাহর অলি বললেন এই সাপের মালিক আল্লাহ এবার লোকটি বলল না হুজুর আমি আল্লাহকে নিজের চউখে না দেখে আর ফিরছিনা । আল্লাহর অলি এবার ইশারা করল দেখত এবার সবাই দেখতে পাইল এক বৃদ্ধ লোক বাঘের পিষ্টে চড়ে সাপটিকে হাতের লাটি বানিয়ে এদিকেই আসছে , হুজুর এ আবার কে বায়েজিদ বোস্তাম রা বললেন এই লোকটি একজন মুমিন বান্ধা সে আল্লাহকে না দেখে ভয় পায় এজন্য বাঘ এবং সাপ[ ঐ লোকটি কে ভয় পায় । এবার ইহুদি তওবা করে মুসলমান হয়ে গেল এবং আর সবাই আল্লাহর ক্ষুদ্রতি পায়ে লুটায়ে পড়ল । আল্লাহ ও রাছুল সা কে না দেখে বিশ্বাস করার মধ্যই মুমিন বান্ধার পরিচয় ও কল্যান ।

লাইলাতুল বরাতের রাত হোক সমগ্র জাতীর জন্য রহমত । এস সবে লুটায়ে পড়ি খোদার খুত্রতি পায়ে শান্তি ও কল্যান আসুক সব মানুষের হৃদয়ে । নুর নবীজীর আদর্শ জীবন থেকে লই রহমত শিক্ষা সত্য ও পুন্যপথে চলি হে মানব লই ব্রত দিক্ষা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.