আমাদের কথা খুঁজে নিন

   

আজকের মোবাইল কথনঃ স্যামসাং গ্যালাক্সি স্টার

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাওয়া সব থেকে সুলভ মুল্যের আন্তর্জাতিক ব্র্যান্ডের সেট স্যামসাং গ্যালাক্সি স্টার। একদমই কম মুল্যে এন্ড্রয়েড জেলিবিনের স্বাদ নিতে পারবেন সেটটিতে।

১০০.৫গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১১.৯ মিলিমিটার। এতে আছে ৩ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। দামের হিসেবেই হয়ত রেজুলেশনটাও একটু কম, মাত্র ২৪০*৩২০পিক্সেল। সেটটি সাদা, কালো এবং নীল রঙে পাবেন। মোবাইলটি চালাতে থাকছে ১গিগা হার্জ কর্টেক্স প্রসেসর, ৫১২ র‍্যাম এবং ৪জিবি ইন্টারনাল মেমরি ।

যা এই দামের রেঞ্জের সেট হিসেবে সত্যিই প্রশংসনীয়। সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন। এতে আছে মোটামুটি কাজ চলার মত ২মেগাপিক্সেল ক্যামেরা, এবং ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে না কোনও ফ্রন্ট ক্যামেরা। গ্যালাক্সি স্টার এ আছে ১২০০এমএএইচ ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ১১ঘন্টা টকটাইম এবং ৩০০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।

সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। আরও থাকছে এফএম রেডিও, তবে জিপিএস সুবিধা নেই। এত ফিচার সহ স্যামসাং গ্যালাক্সি স্টার এর দাম পড়বে ৭,৯০০ টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে।

ফোনটির ব্যাপারে আপনাদের যেকোনো মতামত জানান আমাদের। এছাড়া মোবাইল বিষয়ক পোস্ট পড়তে এবং শেয়ার করতে এখনই যোগ দিতে পারেন মোবাইল খুঁটিনাটি তে। ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।