আমাদের কথা খুঁজে নিন

   

তিনদিনে একখানা ভারতীয় বাংলা ছবি দেইখ্যা ফালাইছি " ১০০ % লাভ "

স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে সিনেমা আমি খুবই কম দেখি কারণ এতোক্ষণ ধৈর্য্য ধরে এই কাহিনি দেখার চেয়ে ফেসবুকে বা ব্লগে সময় কাটানো অনেক সহজ । হলে আমি যেই রুমে থাকি , আমার রুমমেটরা আবার বাংলা সিনেমার বিশাল ফ্যান কওয়া যায় ! তাদের কাছে নাই এমন বাংলা সিনেমা কমই আছে । তো তাদের গত কয়েকমাস থেকেই দেখতেছি গুনগুন করে একটা গান গাচ্ছে , " ইটস ১০০ % লাভ " । আমি জিজ্ঞেস করে জানতে পারলাম , এটা একটা ভারতীয় বাংলা কমেডি সিনেমা । ভাবলাম , তাহলে দেখা যায় ।

পরিশেষে ৩ দিনের আপ্রাণ চেষ্টায় আজ ভোররাতে দেখা শেষ করলাম ! সিনেমার কাহিনি সোজা বাংলায় তামিল এক মুভি থেকে নকল করা হইছে । জিত নামের নায়ক নিজের প্রেমিকার জন্য যেই ঝাপাঝাপি আর কোয়েল মল্লিক যেই কাপাকাপি করলো তাতে বুঝতে পারলাম গনিতে যে অবাস্তব সংখ্যা নামে একটা চাপ্টার আছে তারা সেটাতেই বাস্তব ধরে নিছে । তবে কিছু কিছু জায়গায় খুবই মজা পাইছি (কমেডি বলে কথা) । এই সিনেমায় নায়কের এক শালি থাকে তাহাকে আমার খুবই পছন্দ হইয়াছে , আশা করি আপনাদেরও পছন্দ হবে ! তাহার একখানা ডায়ালোগ আমার খুবই মনে ধরছে , "আমার যে কি হয়ে গেলো । " যদি দেখতে চান , আশা করি বাড়ির সামনের দোকানেই পাবেন ।

আর নাহলে ডাউনলোড সাইটগুলোতে খুজতে পারেন । যারা এইসব বাংলা ছবি আর ছাকিবা খানের ছবি দেখতে চান তারা আশা করি নির্মলভাবে বিনোদিত হবেন । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।