আমাদের কথা খুঁজে নিন

   

ভন্ডামি করে তিনদিনে পাঁচহাজার টাকা আয়।

http://applemacblog.com/

আমার এক বন্ধু রাতে আমার বাসায় এসে নিচে দারায় চিকাইতেসে আমার বয়সে আমার চেয়ে বড় হওয়ায় ওরে আপনি বলেই ডাকতাম নিচে নাইমা দেখি বন্ধু জিগেস করলাম কি হইসে আপনার এরকম সময় আইসা চিকাইতেসেন কেন ? বলে আব্বা আম্মার সাথে ঝগরা করসি বাসার থেইকা চুরি করে ২০০০ টাকা নিয়ে আসছি চল কোন যায়গা থেকে ঘুরে আসি আইসা দেখমু আব্বা আম্মা সান্ত হয়ে যাবে। আমি আবার বাবা মা কে না বলে কোথাও যেতাম না তাছারা তাদের সব কথাই প্রাই মেনে চলতাম (এখনো চলি) আমি বললাম আপনি যান আমি যাবো নাহ। উনি রাগ দেখায়া চলে গেল আর বললো আমি সাতক্ষিরা যাচ্ছি ওখানে আমার এক আত্বিয়র বাসা আসে.. পরদিন সকাল বেলা উনার মা আমারে জিগেস করে গিফার তোমার বন্ধু কই গেসে জানো কালকে রাত থেকে খোজ নাই আমি ভাব দেখালাম কিছুই জানি নাহ... ঠিক তিনদিন পরে ফিরে আসলো আসার পর বলে বহুত কামাই করে আসছি ২ হাজার টাকা দিয়ে পাচ হাজার বানাইসি শহর থেকে জামা কাপর কিনে বিক্রি করসি গ্রামে, কেউ বিশ্বাস ই করে নাহ সবাই উনার পকেট চেক করে দেখে সত্যি কিছু টাকা আর দুইটা মাদুলি একটা কাগজের মধ্যে শিকর পরে শুনলাম ঐ দুইহাজার টাকা দিয়ে নাকি সে মাদুলি কিনসে আর রাস্তা দিয়ে কিছু শিকর যোগাইয়া গ্রামের মানুষ রে একটা করে দিসে আর বলে এগুলা সৌদি থেকে আনা অনেক দামি এগুলা একেকজন একটা নিতে পারবে আর একটাই কিছু আশা করতে পারবে সেই আশা তিনদিনের মধ্যে পুরন হবেই যদি না হয় তাহলে তিনদিন পর আমার কাছে আবার আসবেন গ্রামের লোক তো সবাই ঘাই দিয়ে কিনসে দিন ফুরায়া গেলেও দেখে আশা পুরন হয় না, আর তিনদিনের দিন তো ভন্ড বাবা আবার খুলনায় চলে আসে। এইসব ঘটনা শুনার পর থেকে রাস্তায় যত হুজুর,ফকির,মাটি বাবা, দেখতাম প্রায় সবাই কেই ভন্ড মনে হত। হেরফর থাইকা উনার সাথে আর বেশি মিসতাম নাহ তাছারা বাবা ও নিষেধ করত বাবা বলতো যেই পোলা এতগুলান গরিব মানুষ কে এভাবে ঠকাতে পারে সে অনেক কিছুই করতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।