আমাদের কথা খুঁজে নিন

   

আজকের মোবাইল কথনঃ নোকিয়া ১১০

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   নোকিয়া ডুয়েল সিম সিরিজে সংযুক্ত হতে যাচ্ছে নকিয়া১১০। এর সুলভ মুল্য, আকর্ষণীয় ডিজাইন এবং নোকিয়ার দীর্ঘস্থায়িত্বের ভরসা থাকায় মোবাইলটি কম বাজেটের সকলের কাছে আদর্শ হতে পারে।

আশা করা যাচ্ছে অচিরেই সেটটি বাংলাদেশের সকল স্থানে পাওয়া যাবে। মাত্র ৮০গ্রাম ওজনের হালকা এই সেটটির পুরুত্ত ১৪.৫মিলিমিটার। এতে আছে ১.৮" ১২৮*১৬০ পিক্সেল মাপের ৫৬কে টিএফটি কালার ডিসপ্লে এবং স্লাইডিং কীপ্যাড। সেটটি বাজারে আকর্ষণীয় উজ্জ্বল ৪টি রঙ্গে পাবেন। সেটটির ইন্টারনাল মেমরি থাকছে ১০মেগাবাইট।

সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন। সেটিটির ডিজাইনে বেশ নতুনত্ব পাবেন, যা ইতিমধ্যেই অনেক সমাদৃত হয়েছে। এতে আছে ভিজিএ ক্যামেরা যা দিয়ে ৬৪০*৪৮০ পিক্সেল মাপের ছবি তোলার এবং ভিডিও রেকর্ডিং এর সুবিধা পাবেন। নোকিয়া ১১০ এ আছে বিএল-৪সি ব্যাটারি যা আপনাকে প্রায় ১০ঘন্টা টকটাইম এবং ৬৩০ঘন্টা ব্যাক আপ দিবে। একবার ফুল চার্জ দিয়ে প্রায় ২৭ ঘন্টা একটানা গান শুনতে পারবেন।

সেটটির দুইটি সিমই ২জি নেটওয়ার্ক সাপোর্ট করে। জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। এছাড়া থাকছে এফএম রেকর্ডিং এবং আরডিএস সহ এফএম রেডিও। এত ফিচার সহ নোকিয়া ১১০ এর দাম পড়তে পারে মাত্র ৩৬০০টাকার কাছকাছি। পাবেন অচিরেই সকল নোকিয়া আউটলেট সহ যেকোনো মোবাইল শোরুমে।

ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।