আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ষণ

ক্ষণস্থায়ী এই ছোট্ট জীবনে লেখালেখির মাধ্যমে আত্নপ্রকাশ করতে চাই। ধর্ষণ আজিম হোসেন আকাশ কাব্যগ্রন্থ-নারী পিচঢালা শহরের অলিতে-গলিতে কিংবা আবহমান বাংলার কোন- মেঠো পথে আবার কখনো বা লোকালয়হীন কোন গভীর অরণ্যে, ঘটে যায় কত পৈচাশিক গণ ধর্ষণ। ফুলের মত নিষ্পাপ কিশোরীর জীবন নিশ্চল- নিথর ফলাকাঙ্খাহীন, কি করে ভ্রষ্টা কিশোরী হয়ে মন থেকে নিজের কলঙ্ক করবে লেপন? কে করবে তাকে সাদরে বরণ? তার সমস্ত রঙ্গিন স্বপ্ন গুলো পদে পদে হয় পদাহত, তার সমস্ত জীবন-যৌবন এক নিমিশে খায় ধূলোয় লুটোপুটি। পত্রিকার হেড লাইন গুলো হাকডাক দিয়ে চাঙ্গা হয় প্রতিনিয়ত, ছাপা হয় কিশোরীর মৃত্যুর সাথে মোলাকাত করার নির্মম ছবি। যতটুকু সম্ভ্রম হারানো বাকী ছিল তাও যেন বিশ্বের কাছে জানানো হলো, অনিশ্চিত ঘোর অন্ধকার কিশোরীর জীবন ঘরে ফেরার প্রত্যয় অবলীলায়-লজ্জায় নাশ, তাই হাসপাতালেই তার জীবন করলো বিনাশ। লাখো জনতা চেয়ে দেখে তার লাশ ধর্ষক ক্ষমতার জোড়ে অট্টো হেসে- দিকবিদিক করে বিজয়ের উল্লাস। এ আমার স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ, কতটা ক্যান্সার আক্রান্ত আজ এ দেশ? --০--  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।