আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম, মুসলিম আইন ও তথাকথিত মানসিকতা

এটর্নি জেনারেল বলেছেন নারীর প্রতি দুর্দশা কমাতে দ্বিতীয় বিয়ে আইন করে বন্ধ করতে হবে আমাদের মানসিকতা এতই মানবিক যে তাকে ঠিক রাখার জন্য আমরা পুলিশ পুষে থাকি। অবিবাহিতদের মানসিকতা ঠিক রাখার জন্য রোজা রাখার কথা বলা হয়েছে, যদিও এটা কারো কাছে ধর্মের বড্ড বাড়াবাড়ি মনে হতে পারে কিন্তু এটা সত্য। একজন পুরুষ যদি ঘরে বউ থাকতে ও পরনারীর দিকে হাত বাড়ায় এবং পরনারীও যদি তাতে সায় দেয় তাহলে দুনিয়ার কোন কোন আইনে তাকে শাস্তি দেয়া যায়? ঘরে পর্যাপ্ত খাবার না থাকলেই অন্যের দুয়ারে মানুষ হাত পাতে। সবধরনের হাত পাতাকেই আমাদের ঘৃনা করা উচিৎ এবং সামাজিক ভাবেই দ্বিতীয় বিয়ের উৎসাহ দেয়া উচিৎ? বিবাহিতরা কর্মক্ষেত্রে বেশী রেস্পনসিবল- তাই যদি হয় তবে "ছেলে স্টাবলিস হওয়ার আগে বিয়ে করা যাবে না" মানসিকতা ঝেড়ে ফেলিনা কেন? মসাই ছেলের বয়সের সাথে সাথে কি ছোক ছোক সভাবটা বাড়ছে না? চোখে যখন পড়েই যায় নিরব সম্মতিতে কেন বলি "একটু ঐ রকম তো হতেই পারে, পুরুষ মানুষ না..." আমাদের মানসিকতায় আজব আজব সব জিনিস জুড়ে আছে, যেগুলো খুব দরকারী সেটা থেকে ১০০ হাত দুরে থাকি আর যা আমাদের জন্য ভয়ঙ্কর সেসব মানসিকতার চর্চা করি, হায়রে মানসিকতা... আমাদের তথাকথিত এইসব মানসিকতা যতদিন না দুর হবে ততোদিন শুধু নারী কেন পুরুষের ও দুর্দশার শেষ নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.