আমাদের কথা খুঁজে নিন

   

আজকের মোবাইল কথনঃ স্যামসাং গ্যালাক্সি এস৩

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   অবশেষে বাজারে এসে গেল স্যামসাং গ্যালাক্সি সিরিজের সর্বশেষ সদস্য এস৩। বাংলাদেশের বাজারে এস২ ভালো জনপ্রিয়তা পাবার পর অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন স৩ এর।

অবশেষে গত সপ্তাহে বাংলাদেশের বাজারে ছাড়া হল সেটটি। গ্যালাক্সি সিরিজের সকল সেটের মত এটিও এন্ড্রয়েড স্মার্টফোন। এটি এন্ড্রয়েড এর সর্বশেষ ভার্শন ৪.০.৪ আইসক্রিম স্যান্ডউইচ এ চলে। ১৩৩গ্রাম ওজনের এই স্লিম সেটটির পুরুত্ত মাত্র ৮.৬মিলিমিটার। এতে আছে ৪.৮" ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, যা ২য় ভার্শনের গরিলা প্রযুক্তিতে স্ক্রাচ প্রতিরোধক।

সেটটি আপাতত দুটি রঙ্গে পাবেন। মোবাইলটির হোমস্ক্রিনটি রাখতে পারেন এমন। মোবাইলটি চালাতে থাকছে কোয়াড কোরের ১.৪গিগা হার্জ করটেক্স প্রসেসর, ১জিবি র‍্যাম এবং ১৬/৩২/৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ আরও ৬৪জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন। এতে আছে জিও ট্যাগিং, টাচ ফোকাস, ফেস এবং স্মাইল ডিটেকশন ফিচার সহ এলইডি ফ্লাস জুক্ত ৮মেগাপিক্সেল ক্যামেরা, এবং ১০৮০পি ফুল এইচডি ভিডিও করার সুবিধা সহ।

সাথে থাকছে ১.৯ মেগাপিক্সেল মানের সামনের সেকেন্ডারি ক্যামেরা যা দিয়ে ৭২০পি মানের ভিডিও ধারন করা সম্ভব। গ্যালাক্সি এস৩ এ আছে ২১০০ mAh ব্যাটারি যা আপনাকে প্রায় দিবে সাড়ে ২০ঘন্টা টকটাইম এবং ৫৯০ঘন্টা স্ট্যান্ডবাই সুবিধা [২জি নেটওয়ার্কে]। সেটটি ২জি, ৩জি এবং স্থান বিশেষে ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং ১২ক্লাসের জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। এছাড়াও এনএফসি এবং ব্লুটুথ কানেক্টিভিটি তো থাকছেই।

এত ফিচার সহ স্যামসাং গ্যালাক্সি এস এর দাম পড়বে ৬২,৫০০ টাকা। পাবেন সকল স্যামসাং আউটলেট সহ যেকোনো বড় মোবাইল শোরুমে। ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।