আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি অল্টারনেটিভ অপারেটিং সিস্টেম পর্ব-২::যাদের ব্যাটারীর চার্জ নিয়ে সমস্যা...

Of all the things I've lost, I miss my mind the most. আগের পর্বে কয়েকটা অল্টারনেটিভ ওএস নিয়ে আলোচনা করেছিলাম, চাইলে পড়ে আসতে পারেন। পরব এক ৫. ফুডুন্টু: "Punny name serious Destro !!!" যারা ল্যাপটপের ব্যাটারীর চার্জ নিয়ে যাদের সমস্যা তাদের জন্যেই ফুডুন্টু। একে বারে হাল্কা না হলেও, নেটবুক আর পোর্টেবল ডিভাইসের জন্যে বিশেষায়িত এই ওএস টি; নির্মাতাদের দাবী নেটবুকের ব্যাটারী ৩০% পর্যন্ত সাশ্রয় করে এই ওএস। কার্যত এটা উবুন্টু আর ফেডোরার মাঝামাঝি একটা জিনিষ, যদিও প্রাথমিকভাবে ফেডোরার উপর ভিত্তি করেই ওএস টি তৈরী করা হয়েছিলো। জুপিটার বিল্ট-ইন পাওয়া যায় এতে,অনেকটা আসুসের পাওয়ার গিয়ারের মত,এই সফটওয়্যারটি, মানে পাওয়ার সেভার, ব্যালান্সড, হাই পারফরমেন্স মোডে চালানো যায় নেটবুক, তাই ব্যাটারী ও সাশ্রয় হয়।

আরেকটা উল্লেখযোগ্যদিক হল /tmp এবং /var/log directories সরিয়ে র‌্যামে নেয়া হয়েছে, ফলে সোয়াপিনেস কমে গেছে, হার্ডডিস্কের ঘুর্ননের হারও গেছে কমে, ফলাফল বেশ অনেকটা ব্যাটারী সাশ্রয়। সব মিলিয়ে স্ক্রীন-আউটপুট,রেজুল্যুশন এমন ভাবে ট্যুইক করা হয়েছে যেন তা খুব কম শক্তি খরচ করে। সফটওয়্যার কালেকশন ও এমন যেন কম চার্জ খরচ হয়। আমার নেটবুকে এটা প্রায় ১৬০~১৮০ মে বা র‌্যাম খরচ করছিলো, আর দেখতে ও বেশ, আমার এর আইকন থিমটা খুব ভালো লেগেছে, এর নাম Faenza Cuppertino । সফটওয়্যার সেন্টার টাও ইচ্ছামত কাস্টমাইজ করা যায়, রেপোজিটরী যোগ করা যায়..... আমার নেটবুকে ফুডুন্টু তে ক্রোমিয়াম ~১ সেকেন্ডে ওপেন হয়েছে ২০১০ এর নভেম্বরে প্রথম রিলিজ পাওয়ার পর থেকেই রেগুলার আপডেট পাওয়া যাচ্ছে এর, চলতি বছরের মার্চেই এসেছে ২০১২.২ ভার্সন।

ইউসার ইন্টারফেস জিনোমই তবে উবুন্টু ১২.০৪ এর মত রিসোর্স হাংগ্রী না, পরিবর্তিত... যারা কম্পিজ ব্যবহার করেছেন তারা জানেন এর মজা কী... উবলিং ইফেক্ট, কিউব ইত্যাদির ব্যবস্হা আছে এতে!!!!!!!! ওয়েব সাইট: http://www.fuduntu.org/ আসলে ফুডুন্ট আমার এতটাই পছন্দ হয়েছে যে এটা নিয়ে পুরো একটা পোস্ট করে ফেললাম, এর পরের পর্বে আরো ২/৩ টা ওএস নিয়ে কথা বলবো, আর বেশ কিছু একে বারে ছোট ওএস নিয়েও কথা বলবো, যেমন ড্যাম স্মল লিনাক্স, স্লাইট্যাজ (৩৫ মে বা ওএস) ইত্যাদি। আর কিভাবে ভার্চুয়াল মেশিনে বিভিন্ন ওএস ট্রাই করবেন অথবা পেনড্রাইভ বুটেবল করে ইউস করবেন সেগুলো নিয়েও পোস্ট করবো। আগের পর্বে কয়েকটা অল্টারনেটিভ ওএস নিয়ে আলোচনা করেছিলাম, চাইলে পড়ে আসতে পারেন। পরব এক ৫. ফুডুন্টু: "Punny name serious Destro !!!" যারা ল্যাপটপের ব্যাটারীর চার্জ নিয়ে যাদের সমস্যা তাদের জন্যেই ফুডুন্টু। একে বারে হাল্কা না হলেও, নেটবুক আর পোর্টেবল ডিভাইসের জন্যে বিশেষায়িত এই ওএস টি; নির্মাতাদের দাবী নেটবুকের ব্যাটারী ৩০% পর্যন্ত সাশ্রয় করে এই ওএস।

কার্যত এটা উবুন্টু আর ফেডোরার মাঝামাঝি একটা জিনিষ, যদিও প্রাথমিকভাবে ফেডোরার উপর ভিত্তি করেই ওএস টি তৈরী করা হয়েছিলো। জুপিটার বিল্ট-ইন পাওয়া যায় এতে,অনেকটা আসুসের পাওয়ার গিয়ারের মত,এই সফটওয়্যারটি, মানে পাওয়ার সেভার, ব্যালান্সড, হাই পারফরমেন্স মোডে চালানো যায় নেটবুক, তাই ব্যাটারী ও সাশ্রয় হয়। আরেকটা উল্লেখযোগ্যদিক হল /tmp এবং /var/log directories সরিয়ে র‌্যামে নেয়া হয়েছে, ফলে সোয়াপিনেস কমে গেছে, হার্ডডিস্কের ঘুর্ননের হারও গেছে কমে, ফলাফল বেশ অনেকটা ব্যাটারী সাশ্রয়। সব মিলিয়ে স্ক্রীন-আউটপুট,রেজুল্যুশন এমন ভাবে ট্যুইক করা হয়েছে যেন তা খুব কম শক্তি খরচ করে। সফটওয়্যার কালেকশন ও এমন যেন কম চার্জ খরচ হয়।

আমার নেটবুকে এটা প্রায় ১৬০~১৮০ মে বা র‌্যাম খরচ করছিলো, আর দেখতে ও বেশ, আমার এর আইকন থিমটা খুব ভালো লেগেছে, এর নাম Faenza Cuppertino । সফটওয়্যার সেন্টার টাও ইচ্ছামত কাস্টমাইজ করা যায়, রেপোজিটরী যোগ করা যায়..... আমার নেটবুকে ফুডুন্টু তে ক্রোমিয়াম ~১ সেকেন্ডে ওপেন হয়েছে ২০১০ এর নভেম্বরে প্রথম রিলিজ পাওয়ার পর থেকেই রেগুলার আপডেট পাওয়া যাচ্ছে এর, চলতি বছরের মার্চেই এসেছে ২০১২.২ ভার্সন। ইউসার ইন্টারফেস জিনোমই তবে উবুন্টু ১২.০৪ এর মত রিসোর্স হাংগ্রী না, পরিবর্তিত... যারা কম্পিজ ব্যবহার করেছেন তারা জানেন এর মজা কী... উবলিং ইফেক্ট, কিউব ইত্যাদির ব্যবস্হা আছে এতে!!!!!!!! ওয়েব সাইট: http://www.fuduntu.org/ আসলে ফুডুন্ট আমার এতটাই পছন্দ হয়েছে যে এটা নিয়ে পুরো একটা পোস্ট করে ফেললাম, এর পরের পর্বে আরো ২/৩ টা ওএস নিয়ে কথা বলবো, আর বেশ কিছু একে বারে ছোট ওএস নিয়েও কথা বলবো, যেমন ড্যাম স্মল লিনাক্স, স্লাইট্যাজ (৩৫ মে বা ওএস) ইত্যাদি। আর কিভাবে ভার্চুয়াল মেশিনে বিভিন্ন ওএস ট্রাই করবেন অথবা পেনড্রাইভ বুটেবল করে ইউস করবেন সেগুলো নিয়েও পোস্ট করবো।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।