আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি জনপ্রিয় কয়েকটি সাইট

নিজেকে আরো জানতে চাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তির ব্যবহার। প্রসারিত হচ্ছে বিভিন্ন ওয়েব এবং যোগাযোগ সাইটের পরিধি। প্রযুক্তিগত জনপ্রিয় এই শব্দগুলো কিছুদিন আগেও কেউ শোনেনি,এরকম জনপ্রিয় কয়েকটি সাইটের ইতিহাস তুলে ধরা হচ্ছে............... Google:শব্দটি মূলত গাণিতিক google থেকে নেয়া হয়েছে। যার অর্থ একের পর ১০০টি শূন্য দিলে যা হয়। সম্ভবত তারা ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডারের বিশালতাকে আনার কাজটি শুরু করেছে এই নাম দিয়ে।

Microsoft:বিল গেটসের Micro Computer Software থেকে MICRO-SOFT নামের অবতারণা হয়েছে। পরবর্তিতে "-" বাদ দিয়ে MICROSOFT নামটি হয়। Red Hat:রেড হ্যটেও প্রতিষ্ঠাতা Marc Dawing দাদার প্রতিষ্ঠিত কলেজ পুরস্কার হিসেবে একটি টুপি উপহার পান,যেটিতে সাদা ও লাল রংয়ের চেক ছিল। পরে তিনি সেই পুরস্কারের হ্যাটটি হারিয়ে ফেলেন। অনেক খোঁজাখুঁজির পরও তিনি তার প্রিয় হ্যাটটি ফিরে পাননি।

তিনি তার টুপিটাকে খুঁজে পাওয়ার জন্য তার পাঠকের মাঝে লিনাক্সের রেড হ্যাট বেটা ভারসন রিলিজ করেন। পরবর্তিতে তার প্রতিষ্ঠান রেড হ্যাটের ব্যাপক উন্নয়নে হারানো গৌরব ফিরে পান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।