আমাদের কথা খুঁজে নিন

   

বরেণ্য শিক্ষক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর বরেণ্য শিক্ষক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে জাতীয় সংসদে কটূক্তির প্রতিবাদ ও জাতীয় সংসদের কার্যবিবরণী থেকে সাংসদদের এ সম্পর্কিত বক্তব্য প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সর্বস্তরের পেশাজীবী, সংস্কৃতিকর্মী, ছাত্র ও শিক্ষকদের উদ্যোগে চেরাগীপাহাড়ে এ কর্মসূচি পালিত হয়। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের অবদান তুলে ধরে বক্তারা বলেন, আবদুল্লাহ আবু সায়ীদ শুধু একটি নাম বা ব্যক্তি নয়, তিনি একটি প্রতিষ্ঠান। তরুণদের বইমুখী করাসহ জাতির মানসগঠনে তার রয়েছে অতুলনীয় অবদান। তার মতো একজন গুণীজনকে নিয়ে মহান জাতীয় সংসদে কটূক্তি করতে দেখে জাতি বিস্মিত।

আমরা হতবাক ও মর্মাহত হয়েছি। বক্তারা বলেন, জনগণ আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে কটূক্তি করার জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যদের ভোট দেননি। আগামী দিনেও আপনাদের ভোটের জন্য মানুষের দুয়ারে যেতে হবে। তখন সচেতন শিক্ষিত সমাজের কাছে প্রত্যাখ্যাত হবেন। তারা শিগগির জাতীয় সংসদের কার্যবিবরণী থেকে এ সম্পর্কিত বক্তব্য প্রত্যাহার করার জোর দাবি জানান।

মানববন্ধন চলাকালে সংহতি জানিয়ে বক্তব্য দেন- চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ ইফতেখার আহমদ খান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ প্রমুখ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.