আমাদের কথা খুঁজে নিন

   

গাঁয়ের নাম বালসাবাড়ী

আমার বন্ধুর জন্য চিরদিন ত্যাগ স্বীকার করতে চাই। আমাদের গায়ের নাম বালসাবাড়ী। একসময় এখানে শা'দের বসবাস ছিল। কোন কালে কোন এক জনৈক ব্যক্তি গাল দিয়ে বলছিল" কোন শা রে বালের শা?" সেই থেকে এই গ্রামের নাম হয়ে গিয়েছে বালসাবাড়ী। বালসাবাড়ী নাম হওয়ার আগে এর নাম ছিল বিজয়নগর।

বিজয় নামক কোন এক জমিদারের নামে এ গায়ের নাম ছিল বিজয়নগর। যাই হোক নামে কি আসে যায়। আমাদের গ্রামে এখন শিক্ষিতের হার ৬৮%। তাতী, কৃষক,জেলে, কামার, কুমার, ছুতার, নাপিত, ঘোষ, দিনমজুর, চাকুরীজিবী বিভিন্ন শ্রেণীর মানুষের বাস এ গ্রামে। সবমিলে আমরা ভাল আছি।

আপনারা ভাল আছেন তো-------------। (চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।