আমাদের কথা খুঁজে নিন

   

আমার গাঁয়ের শ্যামল তরুর ছায়ায়।[/sb]

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,

আমার গাঁয়ের শ্যামল তরুর ছায়ায় বৃষ্টি কণা টাপুর-টুপুর নুপুর দারুন বাজায় ঝলমলে রোদ থোকায় থোকায় ইলশেগুঁড়ি দেখায় রঙধনুটা হাসে বিকেল বেলায় মাচায় দোলা ঝিঙে ফুলের মেলায় প্রজাপতি মেলছে ডানা বৃষ্টি দিনের খেলায় লাল শাড়ীটা দুলছে বাঁশে মৃদুল হাওয়ার ভেলায় টুনটুনিরা টুনটুনিয়ে পাতায় পাতায় পালায় ফুল-খোকা আর ফুল-খুকীরা কানামাছি খেলায় আনন্দ আর কাদা মেখে ফেরে সন্ধ্যা বেলায়। আমার গাঁয়ের শ্যামল তরুর ছায়ায় ঊর্বশীরা ভালবাসার নকশী কাঁথা সাজায় দিন গড়িয়ে সাঁঝের বেলা মায়ের স্নেহ-মায়ায় সবুজ-শ্যামল স্বপ্ন নিয়ে বাঁচি প্রভুর দয়ায় আমার গাঁয়ের শ্যামল তরুর ছায়ায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।