আমাদের কথা খুঁজে নিন

   

মধ্য ডিসেম্বরে একদিন

দ্বিধা-দ্বন্দের সমীকরণ ! সমুদ্র পাড়ের ব্যাধি পেরুলে- হঠাৎ ডিসেম্বেরর এক পড়ন্ত বেলায় কবিতার সাথে দেখা ফেরিতে আরিচায় ! চলন্ত ফেরির ক্যান্টিনে সিগারেট টানছিলাম পেছনের দিকের চেয়ারে বসে আনমনে- হঠাৎ চমকে দিয়ে এক নারীকণ্ঠ কেমন আছো,কোথায় যাচ্ছ- চিনতে পারিনি প্রথমে ! কপালে কালো টিপ ছোট্ট, ঠোঁটে লিপস্টিক লাল শরীরে শাড়ি-আকাশের নীল ও এসে বসলো আমার পাশে । খানিক আলাপচারিতার ফাঁকে- কখনো হাওয়ায় উড়ছিলো ওর চুল কখনোবা আঁচল । তখন একবার মনে হলো- ঢেউ যেমন প্রচণ্ড আবেগে ছুঁয়ে যাচ্ছে তীর তেমনি আবেগে আর একবার ছুঁয়ে দেই ওকে । ততক্ষণে ফেরি ঘাটের কাছাকাছি সিঁড়ি দিয়ে নামতে নামতে দৃষ্টি পড়ল মুখের দিকে ওর কালো মেঘের ছায়া সেখানে ফেরি ফিরলো ঘাটে দু’জন চললাম দুই পথে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।