আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধ কোথায় হয়? যুদ্ধ কেন হয়? [মাইক্রোব্লগ-৩]

২. ব্যক্তির চেতনা একটু হলেও লুপ্ত হয় যখন সে কোন প্রতিষ্ঠানে যুক্ত থাকে। ১. যদি চতুর্দিক বন্ধ নিরেট পাথরের ভিতরেও কেউ ভাল কাজ করে, তবু সেটার কল্যাণ পৃথিবীতে ছড়াবেই। (এটি হাদিস। ) ০.সাপের মাথা বাদে বাকি পুরোটাই লেজ। সো, লেঞ্জা ইজ কোয়াইট ইম্পসিবল টু হাইড।

যুদ্ধ, গত ১৫০ বছর ধরে দুই বিশ্বযুদ্ধের কথা বাদ দিলে হয় শুধু আফ্রিকায়। ঘরে ঘরে যুদ্ধ। পাড়ায় পাড়ায় যুদ্ধ। গোত্রে গোত্রে ও অঞ্চলে অঞ্চলে যুদ্ধ। দেশে দেশে তো আছেই।

এশিয়ায়। উত্তর ভিয়েতনামের সাথে দক্ষিণ ভিয়েতনামের যুদ্ধ। কেন? উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ। ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ। চীনের সাথে ভারতের যুদ্ধ।

বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ। কেন? বৃহত্তর আরবে। ইজরায়েলের সাথে জর্ডান-লুবনান-আরাবিয়ার যুদ্ধ। মিশরের। সিরিয়ার।

ইরাকের সাথে ইরানের। আবার ইরাকের সাথে কুয়েতের। আবার ইরাকের সাথে সৌদি বলয়ের। আবার ইরাকের সাথে ইঙ্গ-মার্কিনের। কিন্তু ইঙ্গ-মার্কিন এ কেমন যুদ্ধ করে যে তাদের দেশের মানুষ শান্তিতে বিছানায় শুয়ে শুয়ে পপকর্ন খেতে খেতে ব্যাক টু দ্য ফিউচার দেখে, ডেট করে বেড়ায়, আর যুদ্ধরত অপর দেশ ভিয়েতনাম-ইরাক-আফগানিস্তান-সিরিয়া-তিউনিশিয়া-মিসর-লিবিয়ায় পুড়ে খাক হয় এখনো গর্ভ থেকে বের না হওয়া শিশুটা, যে ছেলে ছিল কি মেয়ে ছিল তাই তার সদ্যমৃত মা জানতে পারল না? যুদ্ধ হয় লাতিন আমেরিকায়।

যুদ্ধ ওশেনিয়ায়। সারা পৃথিবীতেই টুকটাক যুদ্ধ চলতে থাকে, শুধু বর্মানের উন্নত রাষ্ট্র এবং ভবিষ্যতের উন্নত রাষ্টের বলয় বাদ দিয়ে। কেন? যেসব নিয়ে প্রশ্ন ওঠে সবচে বেশি, সে বিষয়গুলো নিয়ে মূলপোস্ট হচ্ছে এগুলো- পরিচয়: ১. বাঙালী ২. জামাতের আদর্শ ও পরিণতি ৩. হেফাজতে ইসলাম ৪. হিজবুত তাহরীর মুসলিমের: ১. উপলব্ধির উপায় ২. একজন মুসলিমের তাহলে কেমন হতে হবে? লড়াই: ১. অবমাননায় মুসলিমের করণীয় ২. শাহবাগীরা কী চায় ৩. আস্তিক-নাস্তিক ক্যাচাল ৪. কারা লড়ছে, কেন লড়ছে ৫. শুধু বিধর্মে নয়, সংঘাত সর্বত্র জামাতের কিছু বিষয়: ১. জামাতের প্রচার পদ্ধতি ২. অবমাননা জামাতেই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.