আমাদের কথা খুঁজে নিন

   

একঘন্টা দোকানপাট বন্ধ রেখে রাজধানীর মহাখালীতে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ: পুলিশ ও র‌্যাবের দ্বারা হয়রানীর অভিযোগ

আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলতে চাই একঘন্টা দোকানপাট বন্ধ রেখে রাজধানীর মহাখালীতে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ: পুলিশ ও র‌্যাবের দ্বারা হয়রানীর অভিযোগ রাজধানীর মহাখালীতে বুধবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ীক নেতারা। এ সময় তারা পুলিশ ও র‌্যাবের দ্বারা হয়রানীর শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। ব্যবসায়ীরা বুধবার বেলা ১২টার দিকে একঘন্টার জন্য দোকানপার্ট বন্ধ রেখে এর প্রতিবাদ জানাতে থাকেন। এ সময় মহাখালীর কাঁচাবাজার ও এর আশপাশে যানজটের সৃষ্টি হয়। ব্যবসায়ীদের অভিযোগ- হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে একটি গোডাউন ঘরে নির্মানের কাজ করায় এরই প্রতিবাদের সোচ্চার হন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীক নেতাদের অভিযোগ- ক্ষমতার জোরে রেজা কনস্ট্রাকশন লিমিটেড আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইচ্ছেমত কাজ চালিয়ে যাচ্ছে। এ কাজ বন্ধ না হলে পুরো মহাখালী এলাকার ব্যবসাযীরা দোকান পাঠ বন্ধ রেখে আন্দোলনে যাবেন। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, রেজা কন্সট্রাকশনের ইজারা পাওয়ার বিষয়ে সেখানকার ব্যবসায়ীদের আপত্তি রয়েছে। বুধবার ব্যবসায়ীরা এরই প্রতিবাদ জানিয়েছে। বুধবার মহাখালী কাঁচাবাজার প্রাঙ্গনে আয়োজিত মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে বক্তব্য প্রদান করেন, মহাখালী বাজার সমিতির সভাপতি ফিরোজ আলম স্বপন ও সাধারণ সম্পাদক নেতা আবুৃল কালাম, ব্যসায়যি নেতা আব্দুল কুদ্দুস, মনির হোসেন ও আব্দুল গাফফার।

আবুল কালাম বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রেজা কন্সট্রাকশন রীট পিটিশিন (৭৫৭৬/২০০৬) অবৈধ ও বেআইনী ভাবে গুদামঘরে নির্মান কাজ চালাচ্ছে। এ ব্যাপারে তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় আইনশঙ্খলা বাহিনীর দারস্থ হলে কোন সহযোগিতা মিলছে না। তিনি বলেন, উল্টো আইনপ্রয়োগকারী সংস্থার লোকদের মাধ্যমে ব্যবসায়ীকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। মনির হোসেন বলেন, ব্যবসায়ীরা আন্দোলন করতে ভয় পায় না। যেভাবেও হোক ব্যবসায়ীরা জনস্বার্থে এই গুদামঘর রক্ষা করবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.