আমাদের কথা খুঁজে নিন

   

আজকের মোবাইল কথনঃ নোকিয়া আশা ২০২

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   নোকিয়ার কিছুদিনকার আগে ছাড়া অ্যাপস এনবেল্ড টাচ এন্ড টাইপ ফোন সিরিজের নতুন যোগ হল আশা ২০২। সেটটি বাজারে একদমই নতুন, তবে এর সুলভমুল্য আর ফিচারের কারণে সেটটি ভালই জনপ্রিয় হতে পারে ।

মাত্র ৯০গ্রাম ওজনের হালকা এই সেটটির পুরুত্ত ১৩.৯মিলিমিটার। এতে আছে ২.৪" ২৪০*৩২০ পিক্সেল মাপের টিএফটি রেজিস্টিভ টাচ স্ক্রিন ডিসপ্লে। সেটটি এখন পর্যন্ত মোট ৫টি রঙ্গে পাবেন। মোবাইলটি চালাতে থাকছে ১৬এমবি র‍্যাম, ৩২এমবি রম এবং ১০ মেগাবাইট ইন্টারনাল স্টোরেজ । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।

এতে আছে ২মেগাপিক্সেল ক্যামেরা যা দিয়ে ১৬০০*১২০০ পিক্সেল মাপের ছবি অনায়াসেই তুলতে পারবেন, ভিডিও রেকর্ডিং করার সুবিধা সহ। নোকিয়া আশা ২০২ এ আছে বিএল-৫সি ব্যাটারি যা আপনাকে প্রায় ৫ঘন্টা টকটাইম এবং ৪০০ঘন্টা ব্যাক আপ দিবে। নোকিয়া আশা ২০২ ডুয়েল সিম সেটটি ২জি নেটওয়ার্ক সাপোর্ট করে। এছাড়া ১২ক্লাসের জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। নেটওয়ার্কের উপর নির্ভর করে প্রায় ৪০কেপিবিএস পর্যন্ত ডাউনলোড স্পীড পাবেন।

মোবাইল গেমপ্রিয়দের জন্য এই মোবাইল হতে পারে আদর্শ কারন ইএ স্পোর্টের প্রিমিয়াম মোবাইল ৪০টি গেম এই মোবাইলে খেলতে পারবেন একদম ফ্রি। এত ফিচার সহ নোকিয়া আশা ২০২ এর দাম পড়বে মাত্র ৬,৯৯৯টাকা। পাবেন সকল নোকিয়া আউটলেট সহ যেকোনো মোবাইল শোরুমে। ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।