আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতিতে ধর্ম।

আমি বাংলায় লিখি...... "মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে। "- প্রধান মন্ত্রী। নির্রবাচন কে সামনে রেখে শুরু হলো আওয়ামীলীগের ধর্ম চর্চা। এর পর তিনি পবিএ ওমরাহ্ পালন করতে যাবেন, ঘোমটা লম্বা করবেন, হাতে তসবি নেবেন। আল্লাহ চাইতো আগামী নির্বাচনে জিতবেন।

তার পর যথারীতি তসবি খসে যাবে, গোমটা দিলে গরম লাগবে আর বলবেন রাজনীতিতে ধর্ম আনবেন না। খলেদা জিয়ার মনে হয় হজ্জে যাবার দরকার নেই। কারন জামায়তের সাথে থাকার কারনে আল্লাহয় নৈকট্য তিনি পেয়ে গেছেন। সুতরাং ঘোমটা টানার প্রয়োজন নেই। নিজেদের বাঁচানোর জন্য জামায়েত ইসলাম ধর্ম কে ব্যাবহার করে ঘৃন্য।

আর আপনারা যা করতেছেন তাতে জামায়েত এর সাথে আপনাদের পার্থক্য কোথায় । নবীজী (সঃ) রাজনীতি করেছিলেন ইসলাম কে প্রতিষ্টিত করার জন্য। দয়া কে নিজের লাভের জন্য ইসলামকে কে ব্যাবহার করিয়েন না। দুই জনেরই বয়স হয়েছে। এই বয়সে হলেও একটু আল্লাহ কে ভয় করেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.