আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতিতে তারকারা

কবরী

চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী রাজনীতির সঙ্গে যুক্ত হন ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে। আওয়ামী লীগে যোগ দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচন করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন। কবরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতিতে আসা। পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণ করাও রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার মূল লক্ষ্য তার।

 

গাজী মাজহারুল আনোয়ার

প্রখ্যাত চলচ্চিত্রকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার রাজনীতির সঙ্গে যুক্ত হন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের সময়ে।

বর্তমানে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাসের সভাপতি তিনি। তার ভাষ্য, বাংলাদেশি জাতীয়তাবাদ ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপিতে যোগ দিয়েছি। এখন এই দলের অধীনে সাংস্কৃতিক জগতের উন্নয়নে চেষ্টা করে যাচ্ছি।

 

চাষী নজরুল ইসলাম

প্রখ্যাত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তিনি। তিনি বলেন, অনেকে অনেক কথা ভাবেন আমাকে নিয়ে।

ভাবতেই পারেন। কিন্তু আমি সরাসরি রাজনীতি করি না। যা করছি দায়বদ্ধতা, কর্তব্য ও দেশের কল্যাণের কারণে। আমি শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ভক্ত। তাছাড়া আমি জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি ও মুক্তকের আহ্বায়ক।

 

মাসুদ পারভেজ

প্রখ্যাত চলচ্চিত্রকার মাসুদ পারভেজ কলেজজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেন তিনি। কিন্তু আওয়ামী লীগে বর্তমানে ত্যাগী ও যোগ্য নেতা বা কর্মীদের মূল্যায়ন নেই- এ হতাশা ব্যক্ত করে গত বছর জাতীয় পার্টিতে যোগ দেন এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য পদে অধিষ্ঠিত হন।

 

আসাদুজ্জামান নূর

অভিনেতা আসাদুজ্জামান নূর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে আছেন। দলটির বর্তমান সংস্কৃতিবিষয়ক সম্পাদকও তিনি।

২০০৮ সালের দলের মনোনয়ন নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নীলফামারী-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে রাজনীতি নিয়েই বেশি ব্যস্ত তিনি।

ফারুক

চিত্রনায়ক ফারুক ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধেও অংশ নেন তিনি। বর্তমানে সক্রিয়ভাবেই দলটির সঙ্গে যুক্ত আছেন এবং আগামী সংসদ নির্বাচনে গাজীপুরের কালিগঞ্জ থেকে দলের মনোনয়ন চাইতে পারেন ফারুক।

 

তারানা হালিম

অভিনেত্রী তারানা হালিম দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। বর্তমান সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য তিনি। রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণে শোবিজ জগৎ থেকে বর্তমানে দূরে রয়েছেন তিনি।

 

মমতাজ

জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম বিএনপিতে যোগদানের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। কিন্তু ২০০৮ সালের সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন।

দলটি ক্ষমতায় আসার পর সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য করা হয় তাকে। বর্তমানে রাজনীতি ও গান দুই জগতেই সমান বিচরণ রয়েছে তার।

আসিফ আকবর

এক সময় রাজনীতির জন্যই গান ছেড়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ। পরে ভক্তদের অনুরোধে আবার গানে ফেরেন তিনি। তবে এখনো দলের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন তিনি।

জানা গেছে, আগামী সংসদ নির্বাচনে কুমিল্লা থেকে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে এই কণ্ঠশিল্পীর।

 

মনির খান

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দলের অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

 

কনকচাঁপা

জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন। এর আগে অবশ্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

সূত্র মতে, ২০০৮ সালের সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে হতাশা হয়েই বিএনপিতে তার যোগদান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.