আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি কোন ফেসবুক পেজ এডমিন?

ঝাপসা লাগে সুখের স্মৃতিগুলো অনেক দিন পর সামুতে আসলাম, নতুন সম্পুর্ন আনকোরা বিষয় নিয়া। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা একাধিক ফেসবুক ফান পেজ চালান। এমনও দেখা যায় একই পেজের জন্য কয়েকজন এডমিনও আছেন। আচ্ছা ধরুন, আপনি পেজ এর ক্রিয়াটর আর অন্যদেরকে আপনি ইনভাইট করেছেন এডমিন হিসেবে। কখনও যদি এমনটা হয় আপনার সাথে তাঁদের থেকে ২/১ জনের সাথে পেজ নিয়ে কোন কারণে দ্বন্দ্ব লেগেছে! তাহলে? নিশ্চয় সে যদি ইচ্ছা করে আপনার পেজের এমন ক্ষতি করে ফেলতে পারে যা আমাকে বুঝায় দিতে হবে না।

আপনার যারা পেজ চালান তাঁরা ভাল করেই জানেন, পেজ এর জন্য আপনি যাকে নিয়োগ করলেন সে উক্ত পেজ এর সর্বময় ক্ষমতার অধিকারি হবে। রাইট? তাহলে বুঝুন কারো সাথে দ্বন্দ্ব লাগবে কিন্তু আপনার সখের পেজ … আরে রাখেন এত চিন্তা!!! ফেসবুকের ফান এর নতুন ফিচারে যুক্ত হয়ে পেজ একাধিক এডমিন রোলস(Roles) যা আগে ছিল না। মনে রাখবেন একাধিক এডমিন রোলস(Roles)। এখন আপনি চাইলেই যেকাউকে এডমিন করতে পারবেন এবং সাথে যাকে খুশি পেজ এর পুরো দায়িত্ব(Manage), কাউকে Content Creator (Content প্রস্তুতকারক), কাউকে মডেরেটর(Moderator), বিজ্ঞাপন তৈরিকারক (Advertiser), Insights Analyst(অর্ন্তদৃষ্টি বিশ্লেষক) হিসেবে আলাদা আলাদা করে ক্ষমতা দিতে পারেন। এতে একেক জনের জন্য আলাদা আলাদা পার্ট এক্সেস এর সুযোগ থাকবে।

আপনি যদি মনে করেন আপনিই শুধু রুট এডমিন হিসেবে পুরো দায়িত্ব(Manage) থাকবেন সেটাও করতে পারেন আর বাকিদের প্রয়োজন হলে সেভাবে দায়িত্ব ভাগ করে দিবেন। এতে করে কেউ ক্ষমতার অপব্যবহার করতে পারবে না চাইলেও! এডমিন রোলস(Roles) গুলো নিয়ে আলাদা করে বিস্তারিত লিখলাম না। কারণ বেপার গুলো আপনারা দেখলেই বুঝবেন। তাই অতিরিক্ত লিখা পড়ে সময় নষ্ট করার কোন মানেই হয় না। আপনি এডমিন রোলস(Roles) গুলো দেখতে এবং ব্যবহার করতে চাইলে নিচের স্টেপগুলো অনুসরন করুণ… ১. আপনার পেজ এর ডানপাশে থেকে Admin Panel বাটনে ক্লিক করুন ২. আবার Edit এ ক্লিক করুণ… ৩. Edit এ ক্লিক করলে নিচের মত এডিট সেটিংস পেজ আসবে।

সেখানে থেকে Admin Roles সাইড মেন্যু সিলেক্ট করুণ। নিচের মত পেজ পাবেন… ৪. আবার আপনি যাকে যেভাবে দায়িত্ব দিতে চান সেভাবে তার রোল নির্ধারন করে দিন নিচের ছবির মত। আপনি চাইলে আগে থেকে অ্যাড করা এডমিনদেরও রোল পরিবর্তন করে দিতে পারেন অথবা নতুন করে কাউকে অ্যাড করলে তাকেও রোল নির্ধারন করে দিয়ে অ্যাড করে নিতে পারেন আপনার পেজ এডমিন প্যানেলে। ৫. সবশেষে সেভ করুণ! আর কিছু বলার আছে কি??? সুত্র-আরিফুল ইসলাম শাওন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.