আমাদের কথা খুঁজে নিন

   

নিলামে উঠেছে বিরল গোলাপি হীরা

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক নিলামে উঠেছে মঙ্গলগ্রহের বলে পরিচিত বিরল অনিন্দ্য সুন্দর গোলাপি হীরা। ১২ ক্যারেটের এই হীরাটি নিলামে তুলছে হংকংয়ের একটি নিলামকারী প্রতিষ্ঠান ক্রিশ্চিয়া অকশন হাউস। ইতোমধ্যে দুষ্প্রাপ্য হীরাটির দাম ৮০ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুন্দর এই রত্নটির নাম মঙ্গলের হীরা হলেও আসলে কিন্তু এটি মঙ্গলগ্রহ থেকে আসেনি। ১৯৭৬ সালে এটির নামকরণ করেছিলেন বিখ্যাত আমেরিকান রত্ন ব্যবসায়ী রোনাল্ড উইনস্টোন।

কারণ ওই বছরই যুক্তরাষ্ট্র মঙ্গলে তাদের স্যাটেলাইট প্রেরণ করে। বর্তমানে হীরাটির মালিক ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ। ১৯৪৭ সালে তার বিয়ের সময় রানীকে এটি উপহার দেওয়া হয়। এটির সম্পর্কে নিলামকারী প্রতিষ্ঠানটি বলছে, তারা আশা করছে, হীরাটির দাম ৮০ লাখ থেকে ১ কোটি ২০ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে। কারণ এটি বিশ্বের অন্যতম বড় গোলাকার গাঢ় গোলাপি রঙের হীরা।

সূত্র বিবিসি। তথ্যসূত্র- Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।