আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহী বিশ্ববিদ্যালয় দখলে জামায়াত-শিবির ক্যাডারদের সশস্ত্র মহড়া

বেপোয়া মানুষ রাজশাহী নগরীর বিভিন্ন মহল্লায় নির্বাচনোত্তর সংঘর্ষ ও পাল্টাপাল্টি মারধরের ঘটনা ঘটছে। পরাজিত কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলা ও প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা শুরু হয়েছে। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮দলীয় জোটপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল জয়লাভ করার পর থেকেই শিবির ও ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে শো-ডাউন শুরু করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে এবার বহিরাগতরাও শো-ডাউনে অংশ গ্রহন করল। এ সময় ছাত্রলীগের সঙ্গে তাদের সংঘর্ষের আশঙ্কায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সকাল থেকেই রাবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকে শিবিরকর্মীরা। রাবি শাখা শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক আজিজার রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কলেজ শাখাসহ রাজশাহী শহরের দুই শতাধিক শিবিরকর্মী ক্যাম্পাসে জড়ো হয়। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রক্টর তারিকুল হাসান তাদের সেখান থেকে চলে যেতে নির্দেশ দেন। পরে তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ক্যাম্পাস ত্যাগ করে। এদিকে ক্যাম্পাসে বিপুল সংখ্যক বহিরাগত শিবিরকর্মীর উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীদের আশঙ্কা, ক্যাম্পাসে শিবিরের প্রকাশ্য কর্মকাণ্ডের কারণে যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ বাধতে পারে। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী জয়লাভ করায় তারা এখন ক্যাম্পাসে এসে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোনো সংঘর্ষ চায় না। তারা চায় ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় থাকুক। সিটি কর্পোরেশনে জয় লাভেই এই অবস্থা তাহলে জাতীয় নির্বাচনে দেশের কি অবস্থা হবে একবার ভেবে দেখুন এবং মনে করার চেষ্টা করুণ ২০০১-২০০৬ পর্যন্ত ............।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।