আমাদের কথা খুঁজে নিন

   

মিনতি

আমি মুহাম্মদ সাঈদ আরমান। পেশায় নেটোয়ার্ক এডমিনিস্ট্রেটর। প্রবাসে থাকি। ছোটদের জন্য ছড়া লিখতে ভালোবাসি। আমরা বনের পাখ-পাখালি মুক্ত বিচরণ মিষ্টি সুরে কলরবে ভরি সবার মন। বিচি ছিটাই, রেনু ছড়াই আবাদ করি বন বন কাটিলে থাকবো কোথায় আমরা সাধারণ? আমরা বনের জীব-জানোয়ার রাজ্য মোদের বন বনের সান্ত্রি দিবা-রাত্রী রক্ষা করি ধন। বন বাঁচিলে আমরা বাঁচি শুনেন গুণীজন ‘বাঁচাও মোদের এই মিনতি আমরা সাধারণ’ আমরা বনের গাছ-গাছালি স্রষ্টার দেয়া ধন ফলন,কাষ্ঠ, ছায়া-মায়ায় বাঁচে জীব জীবন। দস্যুর হাতে মরণ হলে কাঁদি সারাক্ষণ ‘বাঁচাও মোদের এই মিনতি আমরা সাধারণ’  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।