আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুৎ সমস্যার সমাধান (১ম পর্ব): পকেটে বিদ্যৎ নিয়ে ঘুরোঘুরি বন্ধ করুন, লোডসেডিং সমস্যার সমাধান বের হবেই হবে।

খুজে ফিরি আমি আলোর ঠিকানা। পোষ্টটি দেয়ার কথা ছিল অনেক আগেই, কিন্তু কি কারনে পারিনি তা আপনার নিশ্চই বুঝতে পেরেছেন মনে হয়। হ্যাঁ যা চিন্তা করেছেন ঠিক তাই। লোডসেডিং! এই লোডসেডিং এর জন্য যতবার এগিয়েছি ততবারই পিছিয়েছি। তাই শেষে লেখাটি একটি খাতায় উঠিয়ে অনেক কষ্টে টাইপ করছি।

কিন্তু কেউ কেউ যেনে অবাক হবেন যে, আমাদের এই বাংলাদেশেই এমন কিছু শ্রেনীর লোকজন আছে যারা লোডসেডিং কি তা একমাত্র টিভি আর পত্রিকা পড়েই শুধু জানতে পারেন। ছোট্ট বেলায় একটি গল্প শুনেছিলাম যে, কোন এক রাজার অদ্ভুদ এক শখ হয়েছিল যে সে বাঘের দুধ খাবে। অবশেষে সে বাঘের দুধ পায় কিন্তু এর জন্য তার বিরাট অংকের অর্থ ব্যায় করতে হয়। সে তা সাবলীল ভাবে করওে কারন সখের তুলা নাকি ৮০০ টাকা সের। আলোচ্য গল্পে দুটো দিক লক্ষনীয় এক হলো রাজার ক্ষমতা আর ২য় হলো তার বিত্ত।

ঠিক আমাদের সমাজেও বিত্তশালী ক্ষমতাবানদের দাপটে সাধারণ মানুষ অধিকার বঞ্চিত হচ্ছে। বর্তমানে আমাদের দেশে যে পরিমান বিদ্যুৎ উৎপাদন করা হয় তাতে আমাদের কতটুকু চাহিদা পূরন হয় তা শুধু ঢাকা শহড়ের করুণ অবস্থা দেখলেই হবে গ্রামে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু আমাদের সমাজের কিছু চালক শ্রেনীর ক্ষমতাবান লোক আছে যারা ঢাকাতেই কি আর তাদের নিজ দেশের বাড়িতেই কি বিদ্যুৎকে যেন নিজ ব্যাক্তিগত গাড়ির চাবির মতই পকেটে নিয়ে ঘুরে বেড়ায়। আপনাদের সামনে একটা ঘটনা হাতে কলমে দেখাচ্ছি। এখানে লেখা আছে যে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব মোঃ ওয়াহিদুজ্জামান মোল্লা বিভিন্ন সময় তার গ্রামের বাড়ি যান এবং এর জন্য তিনি যতদিন সেখানে অবস্থান করেন ততদিন সেখানে অর্থাৎ তার গ্রামের বাড়িতে বিদ্যুৎ ঘাটতি করা যাবেনা।

এভাবে করেই তারা নিজের পকেট করে বিদ্যুৎ নিয়ে যান। এটা দেখে আমি বুঝতে পারলাম যে, যারা দেশের বিদ্যুৎ সমস্যাগুলো চিহ্নিত করে এর থেকে জাতীকে উত্তরনের পথ দেখাবে তারাই যদি নিজেদের ক্ষমতা প্রয়োগ করে বিদ্যুৎ পকেটে নিয়ে ঘুরে বেড়ায় তারা দেশের বিদ্যুৎ পরিস্থিতি যে কতটা খারাপ তা শুধু খবর পড়ে বা দেখে বুঝতেই পারবেনা। কারন এই প্রভু শ্রেনীর লোকেরা কখনোই টিভি পত্রিকা ছাড়া বোঝেনা যে বিদ্যুৎ ঘাটতি দেশকে কোন পথে নিয়ে যা্চ্ছে। আর সরকার কুইক রেন্টাল স্থাপনের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরো বিপথের দিকে নিয়ে যাচ্ছে। বিগত অর্থবছর যার প্রমাণ বহন করে।

জ্বালানী খাতের ভর্তূকি ৩৩০০০ কোটি টাকার উপরে উঠার উপক্রম হয়েছিল যা পরর্বতীতে এক অর্থবছরেই জ্বলানী তেলের মুল্য তিন দফ বৃদ্বি করে ৮০০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়। আর বিদ্যুৎ খাতের বাজেটের চাইতেও প্রায় ২০০০ কোটি অতিরিক্ত ভর্তূকি ইতোমধ্যে হয়েছে। সুতরাং খবরে আমরা যা দেখছি যে, প্রধানমন্ত্রী সাহেবা কিছুদিন পর পর একটি করে নতুন নতুন পাওয়ার প্ল্যান্ট উদ্ভোদন করছেন তাতে আমাদের খুশি হওয়ার কিছু নেই। বরং একটি উদ্ভোদন অর্থনীতিতে একটি করে ডিনামাইট স্থাপন করার সামিল। কেননা রেন্টাল পাওয়ার প্ল্যান্ট কোন দেশের বিদ্যুৎ পরিস্থিতির স্থায়ী সমাধান নয়।

অবশ্য আম-লগি বৈঠা পন্থীরা বলেন যে, “নাই মামার চাইতে কানা মামা অনেক ভাল। ” কিন্তু এই কানা মামা স্থপনেও সরকার দেশের কোটি কোটি টাকা লোটপাট করছে যার প্রতিবেদন পরবর্তী খন্ডে দেয়া হবে। কিছুদিন আগেও পাকিস্থানের হাইকোর্ট তাদের দেশের সমস্ত রেন্টালকে অবৈধ ঘোষনা করে। পাকিস্থানের মত ব্যর্থ রাষ্ট্রও যদি তাদের স্বার্থ বোঝে তবে আমরা কেন বুঝবনা! আমরা কি তাহলে ওদের চাইতেও অধম? তাই প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন এই যে, দয়া করে বিদ্যুৎ সমস্যা মোকাবেলায় আশু বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহন করুন এবং নিজেকে আংশিক দায় মুক্ত করুন। তা না হলে সামনে যে জন বিস্ফোরন ঘটবে তা আপনার সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না।

কারন জনগন কোন বি-এন-পি, আওয়ামিলীগ তথা কোন রাজনৈতিক দলের চামচা না যে মামলা হামলা আর হরতাল দিয়ে তাদের দামানে যাবে। আর নিজের পুরপুরি সম্ভবনা হলেও কিছুটা লোডসেডিংয়ে থাকার চেষ্টা করুন। তা না হলে আপনাদের সুন্দর চামড়ায় অনুভুতি ঢুকবেনা। ছোট্ট বেলার একটি কবিতা দিয়েই শেষ করব। “চীর সুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আশীবিষে দংশেনি যারে?” ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে লেখাগুলো পড়ার জন্য।

আপনাদের উৎসাহ পেলে পরের খন্ডগুলো প্রকাশ করা হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.