আমাদের কথা খুঁজে নিন

   

সংগ্রহে রাখুন : দেশ-বিদেশের স্মরণীয় ব্যক্তিদের জন্ম ও মৃত্যু তারিখ (পর্ব-০১)

চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই ! ০০১. এডওয়ার্ড কেনেডি (খ্যাতনামা মার্কিন সিনেটর। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বলে খ্যাত)- জন্ম: ২২ ফেব্রুয়ারী ১৯৩২, মৃত্যু: ২৫ আগষ্ট ২০০৯। ০০২. উইলবার রাইট (উড়োজাহাজের অন্যতম উদ্ভাবক)- জন্ম: ১৬ এপ্রিল ১৮৬৭, মৃত্যু: ৩০ মে ১৯১২। ০০৩. কাই সিগবান (নোবেলজয়ী সুইডিস পদার্থ বিজ্ঞানী)- জন্ম: ২০ এপ্রিল ১৯১৮, মৃত্যু: ২০ জুলাই ২০০৭। ০০৪. মইনুল হোসেন চৌধুরী বীরবিক্রম (বিশিষ্ট কূটনৈতিক ও বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে কম বয়সে মেজর জেনারেল)- জন্ম: ০৫ সেপ্টেম্বর ১৯৪৩, মৃত্যু: ১০ অক্টোবর ২০১০।

০০৫. ওয়েন উইলিয়াম রিচার্ডসন (নোবেলজয়ী খ্যাতিমান বৃটিশ পদার্থবিদ)- জন্ম: ২৬ এপ্রিল ১৮৭৯, মৃত্যু: ১৫ জানুয়ারি ১৯৫৯। ০০৬. গুগলিয়ে লমো মার্কোনি (বেতার যন্ত্রের সম্প্রচার পদ্ধতির অন্যতম উদ্ভাবক এবং নোবেলজয়ী)- জন্ম: ২৫ এপ্রিল ১৮৭৪, মৃত্যু: ২০ জুলাই ১৯৩৭। ০০৭. সিগমন্ড ফ্রয়েড (বিশ্বখ্যাত অস্ট্রিয় মনোরোগ চিকিৎসক ও মনস্তাত্ত্বিক। মনোবীক্ষণের জনক হিসেবে খ্যাত। )- জন্ম: ০৬ মে ১৮৬৫, মৃত্যু: ২৩ সেপ্টেম্বর ১৯৩৯।

০০৮. কাইফি আজমি (ভারতের পদ্মশ্রী খেতাব প্রাপ্ত প্রথিতযশা উর্দূ কবি, সাহিত্যিক ও চলচ্চিত্র ব্যক্তিত্ব। ভারতের বিখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী শাবানা আজমীর বাবা)- জন্ম: ১৯ জানুয়ারি ১৯১৯, মৃত্যু: ১০ মে ২০০২। ০০৯. রবার্ট ব্রাউনিং (খ্যাতিমান ইংরেজ কবি)- জন্ম: ০৭ মে ১৮১২, মৃত্যু: ১২ ডিসেম্বর ১৮৮৯। ০১০. আব্দুল হক চৌধুরী (শিকড় সন্ধানী লেখক)- জন্ম: ২৪ আগষ্ট ১৯২২, মৃত্যু: ২৬ অক্টোবর ১৯৯৪। ০১১. খান বাহাদুর আব্দুল হাকিম (লেখক-শিক্ষাবিদ।

চার খন্ড ‘বাংলা বিশ্বকোষ’ এর খ্যাতিমান সম্পাদক)- জন্ম: ০২ ডিসেম্বর ১৯০৫, মৃত্যু: ১৪ জুন ১৯৮৫। ০১২. আবু মহামেদ হবিবুল্লাহ (ঐতিহাসিক, শিক্ষাবিদ ও লেখক)- জন্ম: ৩০ নভেম্বর ১৯১১, মৃত্যু: ০৩ জুন ১৯৮৪। ০১৩. আশুতোষ ভট্টাচার্য (লেখক ও অধ্যাপক)- জন্ম: ১৭ জানুয়ারি ১৯০৯, মৃত্যু: ১৯ মার্চ ১৯৮৪। ০১৪. তসলিমুদ্দীন আহমদ (ইসলামি চিন্তাবিদ, লেখক ও মাসিক ‘ইসলাম’ পত্রিকার প্রতিষ্ঠাতা)- জন্ম: ৩০ এপ্রিল ১৮৫২, মৃত্যু: ২৪ মার্চ ১৯২৭। ০১৫. প্রেমাঙ্কুর আতর্থী (কথাশিল্পী, সাংবাদিক ও চিত্র পরিচালক)- জন্ম: ০১ জানুয়ারি ১৮৯০, মৃত্যু: ১৩ অক্টোবর ১৯৬৪।

০১৬. নেপাল নাগ (বামপন্থি বিশিষ্ট রাজনীতিবিদ এবং অগ্নিবর্ষী বক্তা হিসেবে খ্যাতিমান)- জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৯০৯, মৃত্যু: ০৪ অক্টোবর ১৯৭৮। ০১৭. সতীশরঞ্জন খাস্তগীর (শিক্ষাবিদ ও পদার্থবিজ্ঞানী)- জন্ম: ০৫ সেপ্টেম্বর ১৮৯৮, মৃত্যু: ০৬ মে ১৯৭৩। ০১৮. সরলাদেবী চৌধুরানী (সাহিত্যিক)- জন্ম: ০৯ সেপ্টেম্বর ১৮৭২, মৃত্যু: ১৮ আগষ্ট ১৯৪৫। ০১৯. হরিনাথ দে (পন্ডিত ও শিক্ষাবিদ )- জন্ম: ১২ আগষ্ট ১৮৭৭, মৃত্যু: ৩০ আগষ্ট ১৯১১। ০২০. শইখ শরফুদ্দীন (শিক্ষাবিদ-লেখক।

ইসলামিক পন্ডিত হিসেবে খ্যাত)- জন্ম: ০১ অক্টোবর ১৯০০, মৃত্যু: ১৬ জুন ১৯৮৪। ০২১. জলধর সেন (সাহিত্যিক-সাংবাদিক)- জন্ম: ১৩ মার্চ ১৮৬০, মৃত্যু: ৩১ আগষ্ট ১৯৬৪। ০২২. জন ক্লার্ক মার্শম্যান (লেখক-সাংবাদিক)- জন্ম: ১৮ আগষ্ট ১৭৯৪, মৃত্যু: ০৮ জুলাই ১৮৭৭। ০২৩. মতিউল ইসলাম (কবি)- জন্ম: ০৫ নভেম্বর ১৯১৪, মৃত্যু: ২৯ অক্টোবর ১৯৮৪। ০২৪. আবু মাহমুদ (পুরো নাম-আবু নসর মুহম্মদ মাহমুদ।

খ্যাতিমান অর্থনীতিবিদ ও লেখক)- জন্ম: ০১ অক্টোবর ১৯২০, মৃত্যু: ২৯ আগষ্ট ১৯৮৮। ০২৫. স্যার আশুতোষ মুখোপাধ্যায় (খ্যাতিমান শিক্ষাবিদ ও আইনজ্ঞ)- জন্ম: ২৯ জুন ১৮৬৪, মৃত্যু: ২৫ মে ১৯২৪। ০২৬. নেয়ামাল বাসির (অনুবাদক-সাংবাদিক। উর্দু সাহিত্যের বঙ্গানুবাদের জন্য খ্যাতিমান)- জন্ম: ২৬ এপ্রিল ১৯৩২, মৃত্যু: ৩০ নভেম্বর ১৯৮৫। ০২৭. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (কবি)- জন্ম: ১৬ অক্টোবর ১৯৫৬, মৃত্যু: ২১ জুন ১৯৯১।

০২৮. জর্জ আব্রহাম গ্রিয়ার্সন (প্রাচ্যতত্ত্ববিদ ও ভাষাতাত্ত্বিক)- জন্ম: ০৭ জানুয়ারি ১৮৫১, মৃত্যু: ০৭ মার্চ ১৯৪১। ০২৯. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (ঔপন্যাসিক-প্রাবন্ধিক ও সম্পাদক)- জন্ম: ২৬ জুন ১৮৩৮, মৃত্যু: ০৮ এপ্রিল ১৮৯৪। ০৩০. মতিয়ুর রহমান (স্বৈরাচারী আইয়ুব সরকারের পতন ও বাঙ্গালীর স্বাধীকার আন্দোলনের অন্যতম শহীদ)- জন্ম: ২৪ জানুয়ারি ১৯৫৭, মৃত্যু: ২৪ জানুয়ারি ১৯৬৯। ০৩১. ড. মযহারুল হক (শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ)- জন্ম: ০১ জানুয়ারি ১৯১১, মৃত্যু: ২২ মে ১৯৭৪। ০৩২. মাইকেল মধুসুদন দত্ত (কবি-নাট্যকার)- জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, মৃত্যু: ২৯ জুন ১৮৭৩।

০৩৩. অক্ষয়চন্দ্র সরকার (কবি ও সাহিত্য সমালোচক)- জন্ম: ১১ ডিসেম্বর ১৮৪৬, মৃত্যু: ০২ অক্টোবর ১৯১৭। ০৩৪. আনোয়ার পাশা (কবি, কথা সাহিত্যিক ও শিক্ষাবিদ)- জন্ম: ১৫ এপ্রিল ১৯২৮, মৃত্যু: ১৪ ডিসেম্বর ১৯৭১। ০৩৫. আব্দুর রশিদ তর্কবাগীশ (রাজনীতিবিদ)- জন্ম: ২৭ নভেম্বর ১৯০০, মৃত্যু: ২০ আগষ্ট ১৯৮৬। ০৩৬. আশুতোষ চৌধুরী (লোকগীতির সংগ্রাহক ও কবি)- জন্ম: ০৫ নভেম্বর ১৮৮৮, মৃত্যু: ২৭ মার্চ ১৯৪৪। ০৩৭. মোহাম্মদ মতিওর রহমান (শিক্ষাবিদ, লেখক-গবেষক)- জন্ম: ১০ মার্চ ১৮৯২, মৃত্যু: ১৮ অক্টোবর ১৯৬৫।

০৩৮. ময়েজউদ্দীন আহমদ (বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবি)- জন্ম: ০১ মার্চ ১৯৩৩, মৃত্যু: ২৭ সেপ্টেম্বর ১৯৮৪। ০৩৯. অতুলচন্দ্র গুপ্ত (সাহিত্যিক ও আইনজীবি)- জন্ম: ১২ মার্চ ১৮৮৪, মৃত্যু: ১২ ফেব্রুয়ারি ১৯৬১। ০৪০. আনোয়ারুল হক (চিত্রশিল্পী ও শিক্ষাবিদ)- জন্ম: ১৮ জুলাই ১৯১৮, মৃত্যু: ১৮ নভেম্বর ১৯৮১। [সংগ্রহ ] ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.