আমাদের কথা খুঁজে নিন

   

সুলতানা কামাল: বহুদিন পরে মনে পড়ে আজি...

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ যতোদূর মনে পরে সুফিয়া কামালের একটি কবিতার লাইন, "বহুদিন পরে মনে পরে আজি পল্লী মায়ের কূল"। সম্ভবত "সাঝেঁর মায়া" নামে কবিতার প্রথম লাইন। আমাদের পাঠ্য ছিলো। নবম দশম শ্রেণীতে। আপনি ত্বত্তাবধায়ক সরকারের উপদেষ্টা হয়ে ছিলেন যোগ্যতা বলেই।

পদত্যাগ করেছিলেন দেশের স্বার্থে। দেশ মানে মানুষ। মানুষকে আপনি কতোটুকু ভালোবাসেন তখন বুঝিনি। এখন বুঝি, পুলিশ কর্ত্তৃক এক নিরীহ নারীর পাশে দাঁড়িয়ে আপনি সেটা বুঝিয়ে দিলেন। মনে করিয়ে দিলেন, আপনার মাকে।

আপনার মায়ের লেখা কবিতা। আসলে ভালো মানুষের পেটে ভালো মানুষই জন্ম নেয় আর পোষা কুকুরের পেটে জন্মে পুলিশ। জারজ সন্তানরা হয় চাঁদাবাজ-সন্ত্রাসী। পথের কুত্তার পেটে জন্মায় ঘূষখোর। আর সন্তান হয়ে যারা মাকে ধর্ষণ করে তারা শুয়োর।

সবশেষে, শ্রদ্ধায় মাথা নত করছি আপনার কাছে যেমন করতাম আপনার মায়ের কাছে, আমার প্রিয় কবি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৭ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.