আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিবাদকারীদের প্রতি সম্মান আর পুলিশের প্রতি আমার ধিক্কার -

পুলিশ একের পর এক নিষ্ঠুর ও অমানবিক কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে। একটি ঘটনার রেশ কাটার আগেই আরো বর্বর ও ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছে পুলিশ। আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বরং দায়িত্বহীন বক্তব্য এসেছে তিনি বলেছেন পুলিশ পূর্বের চাইতে অনেক ভালো , সনদ দিতে হবে । সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পরামর্শ দিয়েছেন পুলিশের কাছ থেকে দূরত্ব বজায় রাখার জন্য। স্বামীর বিরুদ্ধে মামলা করতে এসে পুলিশ কর্তৃক শ্লীলতাহানির শিকার হয়েছেন তরুণী গৃহবধূ।

আদালত চত্ব¡র থেকে মা-বাবাসহ ওই তরুণীকে ধরে নিয়ে যায় পুলিশ। এরপর তাকে আলাদা কক্ষে নিয়ে একাধিক পুলিশ লাঞ্ছিত করে। তার চিৎকার শুনে অন্য পুলিশ এসে উদ্ধার করে। পুলিশের থাবায় তার গলার হার ছিঁড়ে যায়। কানের দুল মাংসের মধ্যে দেবে গিয়ে রক্তাক্ত হয়।

এ সময় তার মা-বাবাকেও পুলিশ লাঠিপেটা করে। পুলিশের হাত থেকে নিষ্কৃতি পেয়ে আদালত চত্বরে আইনজীবী ও সাংবাদিকদের কাছে এর প্রতিকার চাইতে গেলে এবার সবাই একসাথে আক্রান্ত হন। কয়েকজন আইনজীবী ও সাংবাদিককে আদালত চত্বরেই পুলিশ বেধড়ক পেটায়। পরে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে জেএমবি সদস্য হওয়ার অভিযোগ এনে মামলা করার হুমকি দেয়।

শ্লীলতাহানির শিকার গৃহবধূ সুনির্দিষ্ট করে পুলিশের নাম বলেছেন। অন্য যারা বেআইনিভাবে তার মা-বাবাকে পিটিয়েছে তারাও চিহ্নিত। প্রয়োজন ছিল প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। কিন্তু দেখা গেল পরিস্থিতি সম্পুর্ন এর উল্টো। প্রতিবাদকারীদের মারধর করে আটকানো হয়।

অনেক চেষ্টা তদবির করে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিতে হয়েছে। এটাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে না। সম্প্রতি আমরা পুলিশের অসংখ্য আগ্রাসী কর্মকাণ্ড দেখেছি। এর কোনোটির জন্য তাদের বিচার হয়নি। এর বিপরীতে দায়িত্বশীল মন্ত্রীদের বরং পুলিশের সাফাই গাইতে দেখা গেছে।

তার চেয়ে বড় কথা হচ্ছে, উদ্ধত আচরণকারী পুলিশেরা শাস্তির বদলে পদন্নোতির ক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছেন। চিপ হুইপ জয়নুল আবদিনকে প্রকাশ্যে রাস্তায় পিটিয়েছে হারুন ও বিপ্লব। উভয়ই অনেককে ডিঙিয়ে পদন্নোতি পেয়েছেন। এ পরিস্থিতিতে কিভাবে জনগণের সেবক হিসেবে কাজ করবে পুলিশ এভাবে চলতে থাকলে আইনশৃঙ্খলা বলতে আর কিছুই থাকবে না। মানুষকে কেবল পালিয়ে বেড়াতে হবে।

আর পুলিশ তাদের ক্ষমতা দিয়ে সমাজের মধ্যে অপকর্ম করে যাবে - সাধারণ জনগনের জীবন নিয়ে চিনিমিনি খেলা চলতে থাকবে ? - ( স্বাম) ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.