আমাদের কথা খুঁজে নিন

   

নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করিছ!

আমি যা বলতে চাই... একজন রিপোর্টার হিসেবে পেশাগত দায়িত্ব পালনের কারণে প্রশাসেনর বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে কথা বলতে হয়, দেখা করতে হয়। তেমনি পুলিশের সাথেও কথা বলতে হয়। সম্প্রতি, স্ব্‌রাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, `সংবাদ সংগ্রহের সময় পুলিশ থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন!" তিনি পুলিশ বাহিনীর পক্ষ নিলেও তার এই বাহিনীটিকে তিনি পক্ষান্তরে হিংস্র প্রাণী বলেই মনে করে দিয়েছেন। কেননা ছোটবেলায় আমাদের মা-বাবারা হিংস্র প্রাণী কুকুর, বাঘ, অথবা বিড়াল থেকে দূরত্ব বজায় রাখার কথা বলতেন। কিন্ত সভ্য দেশের একজন জনপ্রতিনিধি মন্ত্রী বাহাদুর হয়ে কীভাবে একটি বাহিনী থেকে সাংবাদিকদের দূরত্ব বজায় রাখতে বলেছেন! তা বোধগম্য নয়।

আমরা ছোটকাল থেকে শুনে এসেছি, বিপদের সময় পুলিশের কাছাকাছি থাকাটাই মঙ্গল। আর এখন খোদ মন্ত্রী বাহাদুর বললেন, দূরত্ব বজায় রাখতে। তার এই উপদেশ বাণীর কথা আমি এখন হারেহারে টের পাচ্ছি। তার এই কথাটি যদি আমি গত বছর থেকেই অনুসরণ করতাম, তাহলে আমাকে গত বছর মার্চ চট্টগ্রাম নগরীর হরতালের সময় বিএনপি -পুলিশের সংঘর্ষের সময় পুলিশের লাটিপেটা হজম করতে হত না। কেননা আমি ওই সময় পুলিশের কাছাকাছিই ছিলাম ছোটবেলার উপদেশ বাণী মেনে চলেত গিয়ে।

আর তাইতো পুলিশের পেদানিও খেলাম! তাই এখন থেকে পুলিশ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.