আমাদের কথা খুঁজে নিন

   

মানিব্যাগে কন্ডোম রাখুন ; নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন ।

যাকে খুশি তাকে যাচ্ছে তাই গালাগালি

ক'দিন আগে আমার এক বন্ধু হারুনকে কোন কারনে ধরে নিয়ে যায় যৌথ বাহিনী । কয়েক টা বাড়ী আর আরও মারের ভয় দেখানো ছাড়া তেমন কিছু করেনি । কথা একটু বেশী বলে কিন্তু তেমন বড় কোন অপরাধের সাথে জড়িত নয় । বান্ধবী র অভাব নেই, আজ একটা আছে তো কাল আরেকটা । ওকে সার্চ করে ওর মানিব্যাগে 3 তিন টা গ্রীন লাভ কন্ডোম পাওয়া গেছে, আরও পাওয়া গেছে ওর সাম্প্রতিক সুন্দরী ডার্লিং য়ের ছবি ।

ওর ভাস্যে ওকে জিজ্ঞসাবাদ কারী অফিসার টা নাকি একট লুইস প্রকৃতির ছিল । সুন্দরী ডার্লিংয়ের ছবি আর কন্ডোম এক সাথে মানি ব্যাগে পাওয়ায় ঐ অফিসার টা নাকি বেশ আগ্রহের সাথেই ওকে ওর ডার্লিংয়ের কাছে ফোন করে আস্বস্ত করতে বলেছে, যে ও ভাল আছে । একটা কারনে ওকে এপ্রিশিয়েট করতেই হবে । ও এইডস আর অন্যান্য যৌন রোগ প্রতিরোধে দৃষ্টান্তহতে পারে । আমরা শুধু বলেই থাকি সবসময় কন্ডোম সাথে রাখা উচিৎ ।

অবশ্য সবার রাখার প্রয়োজন হয় না । সবাই তো আর হারুনের মতো পেলবয় কিসিমের নয় । তবে ওর এ দৃষ্টান্ত বাংলাদেশের এইডস বা যৌনরোগ প্রতিরোধী সংগঠন গুলো ফলো করতে পারে । এমন কি 'মানি ব্যাগে কন্ডোম' নামে একট নতুন প্রকল্প বা আন্দোলন শুরু করতে পারে । আর আমি ঐ আন্দোলনের প্রবক্তা হিসেবে আমার ঐ বন্ধু হারুন কে ঐ কাযর্্যক্রমের প্রচারের মডেল করার দাবী উত্থাপন করছি ।

হারুনের মতো সকল প্রেমিকেরা মানিব্যাগে কন্ডোম রাখুন । নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।