আমাদের কথা খুঁজে নিন

   

ক্লিকে বা টোকায় টোকায় ইনকাম!! ((মাস্ট রিড)) [ইনকামের সবচাইতে সহজ তরিকা]

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺ সুখবর সুখবর সুখবর আর নয় ৭০০০ টাকার একাউন্ট , আর নয় ১০০ ক্লিক ।

এবার কোন ইনভেস্টমেন্ট ছাড়াই আয় করুন । কোম্পানী সম্পর্কে কিছু : এই কোম্পানীটি নতুন নয় । বিশ্বের প্রায় সব দেশেই কোম্পানীটি রয়েছে । তবে একেক দেশে একেক ভাবে এর কার্যক্রম চলে আসছে । সবার উদ্দেশ্য ও একই ।

মূলত টাকা উপার্জনকে সহজ করে দিতেই এই কাজ । যে কারণে ইহা ১০০ ভাগ বিশ্বাসযোগ্য : আগেই বলেছি এখানে আপনাকে কোন ইনভেস্ট করতে হবে না । সুতরাং টাকা নিয়ে ভেগে যাবে এমন প্রশ্ন আসে না । টাকা যেভাবে পাবেন : অন্যান্য সব কোম্পানী টাকা এবং ডলার নিয়ে সাত পাচ চৌদ্দ বুজালেও আমরা তা করি না । আমরা সরাসরি টাকাতে পেমেন্ট করি ।

কোন প্রকার মূলধন ছাড়াই আপনি টাকা পাবেন । এবং আপনি সরাসরি বাংলাদেশী টাকা পাবেন । এবং তা আপনি পাবেন ক্লিক করার পরপরই। যেভাবে একাউন্ট খুলবেন : প্রথমেই আপনাকে একটি একাউন্ট খুলতে হবে । আপনি যদি প্রতিবন্ধী না হয়ে থাকেন তবে প্রতিবন্ধী হয়ে যান ।

তারপর নিকটস্থ নেতার সাথে যোগাযোখ করে প্রতিবন্ধী সনদ পত্র নিন । নিজে প্রতিবন্ধী হতে না পারলে অন্য কারে নামে সনদপত্র তৈরি করুন । যা করতে হবে : আপনি চাইলে দিনরাত ২৪ ঘন্টা , সপ্তাহে ৭ দিন , বছরে ৩৬৫ দিনই কাজ করতে পারবেন । অন্যদের মত আমাদের কাজের সীমাবদ্ধতা নেয় । যত কাজ তত টাকা ।

আপনাকে প্রথমেই প্রতিবন্ধী সনদটা নিয়ে প্রতি বাড়িতে বাড়িতে কিংবা গাড়িত গিয়ে ক্লিক (টোকা) মারতে হবে । তবে একই জায়গায় ৩ টার বেশী ক্লিক করা ঠিক হবে না । তারপর কিছুটা অভিনয় করলে এবং সনদপত্র টা দেখালেই আপনি টাকা পেয়ে যাবেন । তবে বিভিন্ন বাড়িতে টাকার বদলে চাল ও পেতে পারেন । বোনাস: বিভিন্ন উত্সবে আপনি পাবেন বোনাস ।

ঈদ , পূজা , শব ই বরাত এ টাকার পরিমাণ বেশী পাবেন । এছাড়া প্রতি শুক্রবার জুম্মার নামাজের আগে পরে কিছু বেশী টাকা পেতে পারেন । সাবধনতা : সার্ভার এ সমস্যা থাকার কারণে মাঝে মধ্যে টাকার বদলে ঝাড়ি কিংবা লাথি গুতাও খায়তে পারেন । এর জন্য কোম্পানী কোনভাবেই দায়ী থাকবে না । প্রচারে - নিখিল বঙ্গের পিটিসি ভিক্ষুক সমিতি ।

Courtesy: Shahriar Khan ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.