আমাদের কথা খুঁজে নিন

   

নিজেই তৈরি করে নিলাম একটি বহনযোগ্য ক্ষুদ্র ফ্যান

অসাম্প্রদায়িক চেতনা ও কবিতার মানুষ চারজার ফ্যান আমাদের সবার ঘরে ঘরে আজকাল দেখতে পাই। কিন্তু ঘরের বাহিরে অত বড় চারজার ফ্যান বহন সম্ভব না, যেখানে ফ্যান নেই কিংবা দূর পাল্লার বাস বা ট্রেন জার্নিতে অধিক গরম অনেকেই আমারা সহ্য করতে পারিনা । আর ফ্যান যদি না থাকে অথবা নষ্ট থাকে তাহলেত আর কথাই নেই। বাজারে অনেক খোঁজ করে আমি দুটা বহনযোগ্য ফ্যান এর সন্ধান পেলাম। তবে দাম নেহায়াত কম নয়,৮৫০ও ৭৫০ টাকা।

আগে একটা কিনেছিলাম সেটার বাতাসও এমন আহামরি কিছু না । সব কিছু বাদ দিয়ে নিজেই গড়ে নিলাম আমার ক্ষুদ্র ফ্যান । দেখুনত কেমন হল । যদি আপ্নারাও এমন একটি ফ্যানের গর্বিত মালিক হতে চান তবে যা যা লাগবে বলে দিই, ১। বিজ্ঞানী হওয়ার দরকার নেই, যে কেও বানাতে পারবেন।

২। এক্টি মটর –দাম ৩০-৪০টাকা , এর বেশি না ৩। এক্টি পাখা-দাম ১০ টাকা ৪। এক্টি অটো চারজার -দাম৭০-৮০ টাকা ৫। যে কোন মোবাইলের একটি ব্যাটারি- দাম-১০০ টাকা ৬।

এক্টি ছোট স্ট্যান্ড , সর্ব সাকুল্যে ২৩০ টাকা লাগবে। যদি , আপনার ঘরে মটার,অটো চারজার আর মোবাইলের একটি ব্যাটারি থাকে তাহলে কেনার দরকার নাই, সে ক্ষত্রে নিজেই উপরের ছবির মত কল কব্জা জুরে বানিয়ে ফেলুন পাখা। ঘরে বাহিরে, ক্লাসে-অফিসে সর্বত্র বহনযোগ্য। ব্যাগে খুব সামান্য যায়গায় রেখে দিতে পারেন। গরমে ফুর ফরে হাওয়া খান সব খানে, আর ইলেক্ট্রিসিটি চলে গেলেও উপভোগ করুন আপনার সময়।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.