আমাদের কথা খুঁজে নিন

   

দূরত্ব

" সাহিত্যের কাজ হচ্ছে মানুষকে খেলাচ্ছলে শিক্ষা দেওয়া " - প্রমথ চৌধুরী তুমি আর আমি এখন দুজন দুগ্রহের বাসিন্দা, কেটে গেছে অনেক দিন, কিন্তু কমেনি আমাদের মাঝের দূরত্ব; তারপরও জানি আমরা দুজন দুজনকে ভালোবাসি। চলে গেছে সে ক্ষণ, যখন তোমার ছায়াকে অনুসরণ করত আমার পদচ্ছাপ, এখন চলে যায় দিনের পর দিন, তবুও আমার হৃদয় পায় না তোমার কোমল স্পর্শ; তারপরও আমি জানি আমরা দুজন দুজনকে ভালোবাসি। মনে পড়ে সেই দিনের কথা, একই পথে তোমার-আমার হেঁটে চলা, পাশাপাশি, কিছু কথা, কিছু গান, কিছু স্পর্শ দিয়ে দুজনে একসাথে বুনে চলতাম সুখ-সময়ের উর্ণাজাল। হয়ত এখনও সে পথে তুমি হেঁটে চল, তোমার পাশে হেঁটে চলে সে সুখস্মৃতিগুলো; হয়ত সে স্মৃতিগুলো মুছে জায় তোমার অশ্রুধারায়, কিন্তু তারপরও তুমি জান আমরা দুজন দুজনকে ভালোবাসি। জানি, তুমি ভুলবে না সেই সময়ের কথা। তোমার চোখে খুঁজে পেতাম আমার নীল আকাশ, আর আমার মাঝে খুঁজে পেতে তোমার সুখ-সমুদ্র; এখন তুমি হেঁটে চল নীল আকাশের নিচে, খুঁজে বেড়াও তোমার হারানো সাগর। আর আমি ছুটে চলি নীল অসীম সমুদ্র-বক্ষে, খুঁজে ফিরি সে পুরনো আকাশকে, কেননা আমরা জানি আমরা দুজন দুজনকে ভালোবাসি। দূরত্ব বেড়ে চলে আমাদের, সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ে ভালোবাসাও। হয়ত এভাবেই কেটে যাবে আমাদের জীবন; দুটি জীবন, একই সাথে খুঁজে চলবে অসীম ভালোবাসার অনন্ত গভীরতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।