আমাদের কথা খুঁজে নিন

   

দূরত্ব

শাকিলা তুবা দূরত্ব আসলে দৈর্ঘে প্রস্থে মাপবার মতন নয় এ হলো এক ধরনের ক্ষরণ, এক ধরনের সম্পর্ক। রেললাইনের মতো লম্বা অথচ বক্র প্রবল শীতেও গ্রীষ্মের দাবদাহে কণ্ঠনালী চেপে ধরা। দূরত্ব হলো বুকের ভেতর চাপা অভিমান সময় সুযোগমতো তরল লাভার উদগীরন সেই লাভা গড়িয়ে জমাট হয় আরেক পাহাড় ক্ষীণ আশায় অন্ধকার ঘনিয়ে আসা। আসলে দূরত্ব মানেই তুমি আর আমি দু’দিকে যাচ্ছি যেতে যেতে পরিশ্রান্ত পথ আবার মেশে আর পথ! কখনোই কেউ কারো নয়, কে না জানে! তবু দুই মানুষের নিরলস কাঁথা বোনা। দূরত্ব হলো আমাদের এই আজকের অবস্থান দূরত্ব মানেই দূরে থেকেও কাছে বা কাছে থেকেও দূরে যাওয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।