আমাদের কথা খুঁজে নিন

   

আজকের মোবাইল কথনঃ নোকিয়া সি২-০৫

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   নোকিয়ার কিছুদিনকার আগে ছাড়া অ্যাপস এনবেল্ড ফোন সিরিজের একটি সি২-০৫। এর সুলভ মুল্য, আকর্ষণীয় স্লাইডিং ডিজাইন এবং হাজার অ্যাপস ব্যবহার করার সুযোগ থাকায় সেটটি ভালই জনপ্রিয় হয়েছে।

মাত্র ৯৮.৫ গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১৬.৩মিলিমিটার। এতে আছে ২" ২৪০*৩২০ পিক্সেল মাপের ৬৫কে কালার ডিসপ্লে এবং স্লাইডিং কীপ্যাড। সেটটি এখন আকর্ষণীয় উজ্জ্বল ৩টি রঙ্গে পাবেন। সেটটির ইন্টারনাল মেমরি থাকছে ৬৪মেগাবাইট। সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।

এতে আছে ভিজিএ ক্যামেরা যা দিয়ে ৬৪০*৪৮০ পিক্সেল মাপের ছবি তোলার এবং ভিডিও রেকর্ডিং এর সুবিধা পাবেন। নোকিয়া সি২-০৫ এ আছে বিএল-৪সি ব্যাটারি যা আপনাকে প্রায় ৫ঘন্টা টকটাইম এবং ৬০০ঘন্টা ব্যাক আপ দিবে। সেটটি ২জি নেটওয়ার্ক সাপোর্ট করে। এছাড়া ৩২ক্লাসের জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। নেটওয়ার্কের উপর নির্ভর করে প্রায় ৪০কেপিবিএস পর্যন্ত ডাউনলোড স্পীড পাবেন।

এছাড়াও আছে নোকিয়া ম্যাপ সুবিধা, সাথে অভি স্টোরের হাজার অ্যাপস তো থাকছেই। এত ফিচার সহ নোকিয়া সি২-০৫ এর দাম পড়বে মাত্র ৫,৭৫০টাকা। পাবেন সকল নোকিয়া আউটলেট সহ যেকোনো মোবাইল শোরুমে। ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।