আমাদের কথা খুঁজে নিন

   

উদ্ভ্রান্ত পোড়াবাঁশী

উদ্ভ্রান্ত পথিকের আনন্দ ধুলোপড়া ঘাসের উপর দুপুরের কড়কড়ে রোদ্দুরে, পোড়াবাঁশি পুড়েছে জন্মলগ্ন থেকেই তবুও কাউকে পোড়ায় সেই বাঁশীর সুর। উদ্ভ্রান্ত পথিক সূর্যের অপবাদ নিয়েই আজও উল্টো রথে। সময়ের চিনচিনে ব্যাথা বুকে অসময়ে হেঁটে যাওয়া তারুন্যের বিসর্জনে অর্জন ভাবে সেই বিসর্জনের গাঢ় আঁধারকে । পোড়াবাঁশি আঁধারে সুর তুলেছে বিসর্জনে অর্জনের সুর। একফালি আকাশ আর একফালি সবুজের মাঠ মিলেছে যেন চোখের মাঝে সুবিশাল দূরত্ব নিয়ে। পথিকের ক্লান্ত চরন দুটো শূন্যে ভেসে যাক। উদ্ভ্রান্ত পথের পথিক তুমি প্রসারিত কর আত্মা। আরও একটু বিছিয়ে দাও দেহ পোড়াবাঁশীর সুরে সুরে মিলিয়ে যাও উদ্ভ্রান্ত হয়ে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।