আমাদের কথা খুঁজে নিন

   

উদ্ভ্রান্ত আবেগ...

শুধু একজন মানুষ...এরপর সহজ,সাধারণ ও সফল হতে চাই...এর বেশি কিছুনা...

সেদিন এক অবেলায় আমি ঘুমন্ত এক রাজকন্যাকে দেখেছিলাম, তার শিয়রে ছিলাম আমি; স্থানুর মতো নির্বোধ হয়ে । তার ক্লান্তির ঘুম ভাঙাতে খুব ইচ্ছে হয়েছিলো সেদিন, আমার হাতেও ছিলো সেই হারানো সোনার আর রূপার কাঠি... কিন্তু অসহায় আমি তা ছোঁয়াতে পারিনি!! তার অপূর্ণ হৃদয়ে, আমার হৃদয়ের পূর্ণতা দিয়ে । কেননা তার হৃদয়ের গোপন মণিকোঠায় আমিতো এক নব অলংকরণ, সেই পুরনো খসে পড়া নক্ষত্রের মতো । তবুও অবসাদে হারালে; এই মন আমার স্বান্তনা খোঁজে তাকে ভেবেই । কেননা তার হৃদয় সৃস্টির পূর্ণতার সময়গুলোর শুরু থেকে শেষ অবধি আমিই যে ছিলাম; তার হৃদয়কে ধারণ করে আমার হৃদয়ে । আর তাই যখনি সে তার হৃদয়কে নিয়ে; লুকোচুরি খেলতো অপ্রাপ্ত আবেগে, আমার হৃদয় সেই ধ্বংসলীলায় চিরকালের মতো স্থানু হওয়ার প্রয়াস পেতো, তবুও তার অশ্রুর অমানিষা আমাকে আজো কেনো কাঁদায়...? তার অকৃত্তিম কিংবা কৃত্তিম হাসি এখনও কেনো আলোড়ন তোলে আমার স্থানু হৃদয়ে...? তার ভাবনার কিঞ্চিত অস্থিরতাও আমাকে কেনো অস্থির করে তোলে...? উদ্ভ্রান্ত আবেগের এই দহন থেকে কে নিষ্কৃতি দেবে আমায়...?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।