আমাদের কথা খুঁজে নিন

   

হবিগঞ্জের মাধবপুরে সবজি চাষে মালয়েশিয়ান প্রযুক্তি

চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই ! হবিগঞ্জের মাধবপুর উপজেলাতে মালচিং সিট প্রযুক্তি ব্যবহার করে সবজি চাষিরা লাভবান হচ্ছে। আমজাদ খাঁন ২নং চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামে ১০ একর জমি লিজ নিয়ে বর্তমানে এই পদ্ধতিতে সবজি চাষ শুরু করেছে। আমজাদ খানের সবজি বাগানে দৈনিক ৪০/৫০জন লোক নিয়মিতভাবে কাজ করছে। আমজাদ খাঁন জানান, তাহার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ নিজ উদ্যোগে শুরু করেছে অনেকেই মালচিং সিট পদ্ধতিতে সবজি চাষ। মালচিংসিট পদ্ধতি প্রথম থেকে শুরু হয়েছে মালয়েশিয়ায় এই পদ্ধতি এখন বাংলাদেশের অনেক কৃষকের হাতের নাগালে পৌছে গেছে।

এই পদ্ধতিটির নাম মালয়েশিয়ার ভাষায় এক্সট্রাংসিন প্লিম এটি ব্যবহার করে সবজি চাষ করাকে মালচিংসিট পদ্ধতি বলা হয়। চারা রোপনের পূর্বে জমিতে সকল প্রকার সার, গোবর ব্যবহার করে পুরো জমিতে মালচিংসিট পদ্ধতি ব্যবহার করে চারা রোপন করা হয়। আমজাদ খাঁনের চাষকৃত সবজি বাগানে ঢুকলে আর ফিরে আসতে ইচ্ছে হয় না। বর্তমানে চাষাবাদ হচ্ছে তরমুজ, শষা, করলা, মরিচ, চিচিংগায় সবজি চাষের ভরপুর। এই প্রযুক্তি দেখে একই ইউনিয়নের তিনগাঁও গ্রামের তোফাজ্জল হোসেন সুরুক, রফিক মিয়া, ঘিলাতলি গ্রামের হানিফ মিয়া এবং এডভোকেট জসীম উদ্দিন সহ অনেকেই এই প্রযুক্তি ব্যবহার করে লাভবান হচ্ছে।

সবজি চাষিরা জানান, সরকারীভাবে কীটনাশক ও সার বিনা মূল্যে পাওয়া গেলে সবজি চাষিরা আরো উৎসাহিত হবে। সংগৃহিত ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.