আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধের অপশক্তি, রাজাকার ও তাদের দোসর সহায়তাকারীর প্রতি আপনাদের ঘৃণা আসলে কতটুকু...???

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধের অপশক্তি, রাজাকার ও তাদের দোসর, সহায়তাকারীর প্রতি আপনাদের ঘৃণা আসলে কতটুকু...??? আপনার বিবেক কতটুকু স্বচ্ছ....? আপনার নীতি কতটুকু দৃড়.....?? ৭১'এর মহান মুক্তিযুদ্ধে যখন দেশের সাধারন মানুষ স্বাধীনতার জন্য লড়াই করছিলো, তখন আমাদের স্বাধীনতাকে অস্বীকার করে আমেরিকা, সৌদি আরব অস্র-অর্থ দিয়ে সাহায্য করেছিলো পাকিস্তানিদের। চীন ও ও চীনপন্হী এ দেশের নেতারা নিরব ভূমিকা পালন করছিলেন সেই দিন। আজ আওয়ামীলীগ নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলেন। ৭১, ৭১ বলতে বলতে আপনাদের মুখদিয়ে ফেনা বেরিয়ে আসে। অথচ তারাই আজ আমেরিকার পূজো করে, সেখানে বাসা বানায় ব্যাবসা করে, বিয়েসাদি সব কিছুই তাদের আমেরিকায়।

আমেরিকাই তাদের মা বাপ। তখন মুক্তিযুদ্ধের চেতনা কোথায় যেনো হারিয়ে যায়। তখন কি তারা ভূলে যান যে এই আমেরিকা রণ তরী পাঠিয়েছিলো আমাদের ধ্বংস করার জন্য। আজ লাখ লাখ শ্রমিক সৌদিতে কাজ করছে। কোটি কোটি টাকা তারা দেশে পাঠাচ্ছে।

এই সব টাকা নেবার সময় কি ভূলে যান যে এই সৌদি আরব অর্থ দিয়ে, কূটনিতিক ভাবে পাকিস্টানকে সহায়তা করেছিলো আমাদের বিরুদ্ধে.....?? আজ রাজাকারে টাকায় আজ আপনারা খানদান, চলেন ফেরেন। সুশীল বুদ্ধিজীবীরা কি বলবেন........?? সময়ের সাথে তাল মেলাচ্ছেন....?? দেশের স্বার্থে কূটনৈতিক, আদর্শগত পরিবর্তন......?? তাই যদি হয়........তবে ভারতের বেলায় কেনো সেটা হচ্ছে না.......?? ভারততো আজ আমাদের স্পষ্ট শত্রু। ভারতের ক্ষেত্রে কেনো আপনাদের নিরবতা/সমর্থন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.