আমাদের কথা খুঁজে নিন

   

তুমি কোন দ্বীপ নও

বিবেক বিবাগী নামটা শাহানা বাজপাই-এর কাছ থেকে ধার করা, খুব সুন্দর একটা শব্দ। তাই নিক হিসেবে দিলাম। তুমি কোন দ্বীপ নও জনবিচ্ছিন্ন, একাকী, নিবিড়, সবুজে ঘেরা কুমারী সৈকত, সভ্যতার নূন্যতম চিহ্ন না থাকা কোন দ্বীপ নও তুমি। তুমি এক বিরাট ব্যস্ত শহর বড় বড় শহরগুলোর ভীড়ে, তোমার সীমানায় উঁচু উঁচু দালানের মৌন অহংকার, ভালোবাসার সমস্ত উপাদান কিনে নেওয়া যায় নিমিষেই সারাটাক্ষণ শহরগুলোর সাথে মেতে থাকো কী ভীষণ প্রতিযোগিতায়! তোমার জমীনে আর মাটি নেই শুধুই কংক্রীট, নিরেট-নিখুঁত, আবেগের জল আবর্জনা হয়ে তোমার কপালে আঁকে বিরক্তি-রেখা, অবাধ্য অদম্য বটগুলোকে ছেটে ফেলো অনুভূতিহীন মালীর মত, সিনেপ্লেক্স, শপিং মল, প্রতিদিন নতুন নতুন রেস্টুরেন্ট বিখ্যাত সব বিউটি পার্লার রক গানের কনসার্ট হল এতটুকু সুযোগ নেই তোমার নীরবতার... ভাবার... ভালোবাসার... তুমি কোন দ্বীপ নও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।