আমাদের কথা খুঁজে নিন

   

সমুদ্রচারীর বৈদেশ ভ্রমণ ( নিজের হাতে তোলা ফডু লইয়া ছবি বলগ )

ব্যাক টু দ্য প্যাভিলিয়ন ভেবেছিলাম জাহাজ থেকে নামার পর গত এক বছরের অভিজ্ঞতা নিয়ে লিখে ভরে ফেলব । কিন্তু এখন আগের মত আর লেখার ধৈর্য নাই ।তার উপ্রে আবার পড়াশোনা শুরু হইছে । জাহাজীপোলার মত আমারেও শীত নিদ্রায় যাইতে হইবে মনে হয় । যা হোক কিছু ফটো শেয়ার করতাছি ,আশা করি ভালো লাগবো........... প্রথমেই নীল সমুদ্র যার আহবানে ছুটে যাই বারবার.. বরাবরই বাচ্চাদের ছবি তুলতে বেশি পছন্দ আমার.. তাইওয়ানিজ এই বাচ্চাটিকে দত্তক নিতেও রাজি আমার এক বন্ধু... চায়নায় এক দোকানে.. চায়নার খাবার-দাবার মুসলিম এক কাবাবের দোকানে.... তাইওয়ানে সু-আও পো্র্টে জাহাজের ফোরক্যাসেলে সবশেষে ভয়াল সাউথ চায়না সি....( তিন দিন প্রায় না খেয়ে ছিলাম সামনে আরো ছবি দিব....ভালো থাকুন সবাই......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।