আমাদের কথা খুঁজে নিন

   

সমুদ্রচারীর বিদায়ী ব্লগ

ব্যাক টু দ্য প্যাভিলিয়ন
দী্র্ঘ ৯ মাস ধরে ছিলাম আপনাদের সাথে । বিভিন্ন উৎসবে - আনন্দে , হাসি - কান্নায় , জয় - পরাজয়ে । পরিচিত হয়েছি অনেক ধরনের চিন্তাধারার সাথে । আস্তিক - নাস্তিক , বিন্পি - আম্লীগ নানান মতের মানুষের লেখা পড়ে জানতে পেরেছি অনেক ঘটনা ( !!!!!!!!!! ) । আগামী একবছর সম্ভবত আমার পক্ষে আর সামুতে আসা সম্ভব হবে না ।

যারা আমার ব্লগ পড়ে , কমেন্টস করে ,ভালো লাগল বোতামটি কষ্ট করে প্রেস করে উৎসাহ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । ব্লগে এসেছিলাম আমার এক কাজিনের হাত ধরে ( নিশাচর নাইম ) তার প্রতিও রইল কৃতজ্ঞতা । এছাড়া জাহাজী পোলা ,শায়েরি ,নষ্ট কবি , অরক্ষিত মাহফুজ ..আরও অনেকে...সবার কথা স্মরণ করছি এই বিদায়ের দিনে । নতুন কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছি .। তাই সবার দোয়া কাম্য রইল ।

এই পথচলায় দিতে পারিনি কিছুই..সামান্য কিছু বস্তাপচাঁ জোকস , একটা কবিতা এবং আমার একাডেমী নিয়ে লেখা ছাড়া । ভবিষ্যত আরও মৌলিক লেখা লেখার আশা রাখলাম । আশা করি এই একবছর সামু আরো এগিয়ে যাক , গালিগালাজ এর সংস্কৃতি দুর করে ব্লগে সুস্হ পরিবেশ সৃষ্টি হোক । সবার প্রতি শুভ কামনা । শুভ ব্লগিং
 



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।