আমাদের কথা খুঁজে নিন

   

আইফোন ৫

মানুষের জন্যই জীবন তাই মানুষ কে ভালবাসেন javascript:void(1); পরবর্তী আইফোনের জন্য ২টি ভার্সন নিয়ে পরীক্ষা করছে অ্যাপল। কেবল বড় স্ক্রিন নয়, এতে বাড়ানো হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। খবর ফোর্বস-এর। এবারে আইফোন ৫-এর পরীক্ষামূলক ভার্সনে আছে আগের চেয়ে বড় ডিসপ্লে। আইফোন ৫-এর ডিসপ্লে হবে ৪ ইঞ্চি এবং রেজুলিউশন হবে ৬৪০ বাই ১১৩৬ পিক্সেল।

ফলে আগের চেয়ে ৩০ ভাগ বড় স্ক্রিন পাওয়া যাবে যাবে। আর এর ফলে পর্দা জুড়ে দেখা যাবে ১৬:৯ অ্যাসপেক্ট রেশিওর ভিডিও। এখন ৩.৫ ইঞ্চি ডিসপ্লের আইফোন বাজারে পাওয়া যাচ্ছে; যেগুলোর স্ক্রিন রেজুলিউশন ৬৪০ বাই ৯৬০ পিক্সেল। ৩.৫ ইঞ্চির ডিসপ্লে নিয়ে ২০০৭ সালে আইফোন-এর যাত্রা শুরু হয়েছিল। বলা হচ্ছে, আইফোন ফাইভ-এর মূল ডিজাইন অনুমোদন করে গিয়েছেন অ্যাপলের প্রয়াত সিইও স্টিভ জবস।

সেই হিসেবে আসন্ন আইফোন ফাইভই হতে যাচ্ছে স্টিভ জবস যুগের সর্বশেষ অ্যাপল পণ্য পরবর্তী আইফোনের জন্য ২টি ভার্সন নিয়ে পরীক্ষা করছে অ্যাপল। কেবল বড় স্ক্রিন নয়, এতে বাড়ানো হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। খবর ফোর্বস-এর। এবারে আইফোন ৫-এর পরীক্ষামূলক ভার্সনে আছে আগের চেয়ে বড় ডিসপ্লে। আইফোন ৫-এর ডিসপ্লে হবে ৪ ইঞ্চি এবং রেজুলিউশন হবে ৬৪০ বাই ১১৩৬ পিক্সেল।

ফলে আগের চেয়ে ৩০ ভাগ বড় স্ক্রিন পাওয়া যাবে যাবে। আর এর ফলে পর্দা জুড়ে দেখা যাবে ১৬:৯ অ্যাসপেক্ট রেশিওর ভিডিও। এখন ৩.৫ ইঞ্চি ডিসপ্লের আইফোন বাজারে পাওয়া যাচ্ছে; যেগুলোর স্ক্রিন রেজুলিউশন ৬৪০ বাই ৯৬০ পিক্সেল। ৩.৫ ইঞ্চির ডিসপ্লে নিয়ে ২০০৭ সালে আইফোন-এর যাত্রা শুরু হয়েছিল। বলা হচ্ছে, আইফোন ফাইভ-এর মূল ডিজাইন অনুমোদন করে গিয়েছেন অ্যাপলের প্রয়াত সিইও স্টিভ জবস।

সেই হিসেবে আসন্ন আইফোন ফাইভই হতে যাচ্ছে স্টিভ জবস যুগের সর্বশেষ অ্যাপল পণ্য javascript:void(1); ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.