আমাদের কথা খুঁজে নিন

   

পুরোনোর আইফোন বদলে নতুন আইফোন!

ভাই এটা আমার প্রথম টিউন। তাই ভুল হলে ক্ষমা করবেন। ভবিষ্যতে আরো উপকারী কিছু টিউন দিতে পারবো বলে আশা রাখি।
আইফোনের ক্ষেত্রে এবার নতুন এক সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেআইফোনের নির্মাতা অ্যাপল কম্পিউটার। ফলে পুরোনো ব্যবহূত আইফোনের বিনিময়ে নতুন আইফোন নিতে পারবেন ব্যবহারকারীরা।

চলতি মাসেই আইফোন ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন বলে জানা গেছে। এ ক্ষেত্রে বর্তমানে আইফোন ব্যবহারকারীদের অ্যাপল স্টোর থেকেই এ কাজটি করতে হবে। মূলত গ্রাহকদের সঙ্গে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নতুন আইফোন ব্যবহারের সুযোগ করে দিতেই অ্যাপলের এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এ সুবিধার আওতায় গ্রাহক নিজের আইফোন নিয়ে অ্যাপল স্টোরে যাবেন। সেখানে কিছু তথ্য যাচাই করা হবে, যার মধ্যে রয়েছে যিনি নিয়ে গেছেন তিনিই আসল ক্রেতা কি না সেটা পরীক্ষা করা, ব্যবহূত আইফোনের বর্তমান অবস্থা জানা এবং সবশেষে এর একটি বাজারমূল্য নির্ধারণ করা।

এ কাজগুলো শেষে নতুন আইফোন পেতে চাইলে বাড়তি কিছু অর্থ দিতে হবে গ্রাহককে। আর এতেই নতুন আইফোন পাবেন ব্যবহারকারী। তবে যে পরিমাণ অর্থ নতুন করে পরিশোধ করতে হবে, সেটি খুব বেশি হবে না বলে জানা গেছে। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে জানা গেছে, চলতি মাসেই অ্যাপলের নতুন দুটি আইফোন বাজারে আসতে পারে। এর মধ্যে একটি হতে পারে কম দামের আইফোন।

হঠাৎ করে বাজারে শীর্ষত্ব থেকে পিছিয়ে পড়ার কারণে নতুনভাবে বেশ কিছু উদ্যোগ নিয়েছে অ্যাপল। বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোনের বাজারে সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী ১৪.২ আইফোন বিক্রি কমে গেছে এবং একই সময়ে স্যামসাংয়ের স্মার্টফোনের বিক্রি বেড়েছে ৩১.৭ ভাগ। তাই নিজেদের হারানো বাজার ফিরে পেতে নতুন বেশ কিছু উদ্যোগ নিয়ে কাজ করছে অ্যাপল। এরই অংশ হিসেবে পুরোনো আইফোনের বদলে নতুন আইফোনের উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর ফলে আইফোন আগের মতোই ব্যবহারকারীদের মধ্যে শীর্ষে থাকতে পারবে বলে আশাবাদী অ্যাপল।


সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।