আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্রকার বাদল রহমানকে নিয়ে নির্মিতব্য প্রামাণ্য চলচ্চিত্র 'পথিকৃৎ' এর শুটিং চলছে...

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ আজ আমরা ( যৌথভাবে আমি এবং সাইফুল ইসলাম জার্নাল) সারাটা দিনই শুটিং করলাম। আজ শুটিং করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (তৎকালিন জগন্নাথ কলেজ) এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। পরিকল্পনা ছিল আজ ডাকসু সংগ্রহশালায় কিছু শুটিং করব। কিন্তু আজ আর হলো না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের কাজে বিশ্ববিদ্যালয় রেজিস্টার, ডেপুটি রেজিস্টার সবাই অনেক সহযোগিতা করেছেন।

আর তাছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের কর্মীরাতো পুরোটা সময় আমাদের সঙ্গে থেকে কাজে চমৎকারভাবে সহযোগিতা করেছেন। ধন্যবাদ সংসদকর্মীবৃন্দ! বাংলাদেশ ফিল্ম আর্কাইভের বর্তমান মহাপরিচালক কামরুন নাহার আপা এতটা সহায়তা করবেন তা সত্যিই আশা করিনি! আমলাদের ওপর ভরসা করতে সাহস হয় না! কিন্তু কামরুন নাহার আপার আন্তরিক সহযোগিতায় আর্কাইভে আমরা কোনো রকম সীমাবদ্ধতা ছাড়াই আমাদের প্রয়োজন মতো শুটিং করতে পেরেছি। মহাপরিচালক মহোদয় শুধু আমাদের শুটিং করার যাবতীয় সহায়তাই করেননি, তিনি আমাদের সাথে দীর্ঘক্ষণ বাদল ভাইকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। যা থেকে বাদল রহমান সম্পর্কিত নতুন অনেক তথ্য পেয়েছি। কামরুন নাহার আপার প্রতি আমরা কৃতজ্ঞ হয়ে রইলাম।

ঢাকায় আমাদের তৃতীয় কিস্তির শুটিং শুরু করব আগামী ২৬ মে, শনিবার। এইদিন মূলত আমরা বাদল ভাইয়ের সিদ্ধেশরী'র ইস্টার্ন হাউজিং এপার্টমেন্টের বাসায় শুটিং করব। আশির দশক থেকে প্রয়াণের শেষ সময় পর্যন্ত বাদল ভাই এই বাসায় জীবন যাপন করেছেন। যেভাবে মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্রকার বাদল রহমানকে নিয়ে নির্মিতব্য প্রামাণ্য চলচ্চিত্র 'পথিকৃৎ' এর কাজ করতে পারছি, তাতে সাহস পাচ্ছি যে ১১ জুনের আগেই কাজটি শেষ করতে পারব। গত দুই বছর ধরে আমরা ক্রমাগত কাজটি গুছিয়ে এনেছি।

কাজটি সুন্দরভাবে শেষ করতে পারলে আমরা ভাববো, বাদল রহমানের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালবাসা প্রকাশ করতে পারলাম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.