আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধা সার্টিফিকেট

আড্ডার ফসল

মুক্তিযুদ্ধে শহীদের স্ত্রী এখন ফেরিওয়ালা!!!জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রাপ্যটা আমরা এভাবে দিলাম!? পোষ্টের মন্তব আমার একটা প্রশ্ন, শেয়ার করলামঃ মুক্তিযোদ্ধাদের ত্যাগ, আবেগ এগুলির মূল্য মাসিক ১০০টাকা হারে পরিশোধের চিন্তাটি কি সঠিক ছিলো? এত বড় দুঃসাহস দেখানোর চিন্তা কোন ব্যাক্তির মস্তিষ্ক প্রসূত, জানতে ইচ্ছা করে। কে আমার দেশপ্রেম, আমার মুক্তিযোদ্ধা আবেগ, আমার ত্যাগ পরিশোধের ক্ষমতা রাখে? এই চিন্তাটাকেই আমি ঘৃণা করি। আমি মনেকরি, আমাদের মুক্তিযোদ্ধা আবেগ, আমাদের ত্যাগকে সমূলে ধ্বংস করার সূদুরপ্রসারী চিন্তা এর পেছনে ছিল। একটি ধ্বংসপ্রায় নতুন উত্থিত রাষ্ট্রে যেখানে ২৪ ঘন্টা কাজের মাধ্যমে দেশকে গড়ে তোলা দরকার, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা দরকার, সেখানে আমাদের মেরুদন্ড ভাঙ্গার আয়োজন চলতে থাকলো, আমাদের বারবার শুনানো হলো, তোমরা মুক্তিযোদ্ধা এই নাও তার পরিশোধ, তোমরা অলস হও, তোমরা ভিক্ষাবৃত্তি শেখ, তোমরা মুক্তিযোদ্ধা না: তো তফাৎ যাও। তোমরা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে আমার কাছে আসো, টাকা নাও, কম্বল নাও, তোমরা ভিক্ষুক হও।

বর্ণচোরারা, স্বাধীনতা-বিরোধীরা, রাজাকারের গুষ্টিগুলি, চৈনীক পন্থী বিরোধীরা সার্টিফিকেট নিলো, মহান মুক্তিযোদ্ধা হলো। এখনও বিভিন্ন শো-তে এদেরই আধিক্য বেশী। শুধু সার্টিফিকেট নিয়েই ক্ষান্ত হয়নাই, এমন পরিস্থতি তৈরী করলো, যাতে আমরা তৈরী করতে এবং দেখতে বাধ্য হলাম "আবার তোরা মানুষ হ", মুক্তিযোদ্ধাদের আবেগ ধ্বংস করার শক্তিশালী একটি পদক্ষেপ। সিনেমা মাধ্যম, প্রচারের জন্য খুবই শক্তিশালী একটি মাধ্যম। আজও এই ৪০বছর পরেও একই রকম চিন্তা, একই পরীকল্পনা যখন দেখতেপাই, যখন দেখতে পাই এই পরিশোধিত-র আগ্রহে বছর বছর মুক্তিযোদ্ধার সংখ্যা বৃদ্ধিপেতে থাকে, আমি ভীত হই, আমি হতাশ হই, আমি আতঙ্কিত হই এই ভেবেঃ আমার সন্তান অথবা তার সন্তান, অথবা তার--- প্রশ্ন করবে কিনা 'বাবা ! মুক্তিযোদ্ধারা নাকি টাকার জন্য যুদ্ধ করেছিল?'।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.