আমাদের কথা খুঁজে নিন

   

জুতো বিপত্তি!

বিশেষ জুতো পরে জনরোষে পড়েছেন যুক্তরাজ্যের একজন নারী মেয়র। ওই জুতো জোড়ার নকশা এমন ছাঁদে করা, তা যেন ‘ইউনিয়ন জ্যাক’ বলে পরিচিত দেশের জাতীয় পতাকার আদল ফুটিয়ে তুলেছে। এ জন্য শহরের লোকজন খেপে গিয়ে তাঁর পদত্যাগ দাবি করেছে। দি ডেইলি এক্সপ্রেসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, যুক্তরাজ্যের ওয়ারউইক শহরের মেয়র ট্রুডি অফার গত শুক্রবার ওই জুতো পরে একটি অনুষ্ঠানে যান। সেখানে সেনাবাহিনীর কুচকাওয়াজ চলছিল।

জুতোর মধ্যে পতাকার আদলে করা নকশা দেখে তারা ক্ষুব্ধ হন। তাদের ভাষ্য, সামরিক রীতি ও ঐতিহ্যবাহী অনুযায়ী এই ইউনিয়ন জ্যাক কখনো মাটিতে স্পর্শ করানো যাবে না। সে ক্ষেত্রে মেয়র এই রীতি লঙ্ঘন করেছেন। মেয়রের এই কাণ্ডে নাখোশ জুডিথ সাচলিফ নামের এক দর্শক ‘একটি প্যারোডি’ শিরোনামে ওয়ারউইক টাউন কাউন্সিলে এক ই-মেইল বার্তা পাঠান। এতে তিনি ক্ষোভ প্রকাশ করেন এভাবে, ‘তিনি এমন জুতো পরেছিলেন, যার নকশা ইউনিয়ন জ্যাকের মতো।

ব্রিটিশ সার্বভৌমত্ব যত দিন আছে, ইউনিয়ন জ্যাক তত দিন মাটি স্পর্শ করবে না। আমি ওয়ারউইকের মেয়রের পদত্যাগ চাই। ’  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।