আমাদের কথা খুঁজে নিন

   

জুতো

তুমি আমি আমরা ...... ফাল্গুনী ফুল চোখ মেলেছে লাল চাদর বিছানো পাতায় , ঘুণে খাওয়া চোখ মেলে সেই বৃদ্ধা আজোও অপেক্ষায় । বৃদ্ধার পা দু'খানি খালি জরাগ্রস্থ ফাটা পায়ে আবেগ মেখেছে বালি; জুতো জোড়া পাশেই রয়েছে পড়ে , তবুও বৃদ্ধা পায়ে দেয় না ষাট বছর ধরে । ৫২ র ২১ ফেব্রুয়ারী কড়া দুপুরে খোকা চেয়েছিল জুতো , মিছিলে যাবে বলে ; মা লুকিয়ে রেখেছিল , খোকা যেন যেতে না পারে । দুরন্ত খোকা শুনেনি কথা খালি পায়েই ছেড়েছিল ঘর , ষাটটি ফাল্গুন পার হলো মা পেল না দুষ্টু খোকার খবর । বৃদ্ধা মা র বিশ্বাস ; ছেলে আজো আছে খালি পায়ে তপ্ত রাজপথে , তাই তিনিও আছেন নগ্ন পায়ে এতগুলো বছর ধরে একমাত্র কলিজার সাথে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।