আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র লাইলাতুল বরাত

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব। পবিত্র লাইলাতুল বরাত বা শবেবরাত আজ। মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে প্রতিবছর আরবি শাবান মাসের ১৫ তারিখে এ রাত আসে। ফারসি 'শব' শব্দটির অর্থ রাত, আর 'বরাত' শব্দের অর্থ ভাগ্য। তাই শবেবরাত শব্দের অর্থ ভাগ্যরজনী বা ভাগ্যের রাত।

এই রাতের গুরুত্ব সম্পর্কে হাদিস শরিফে বলা হয়েছে, পরবর্তী বছরের যাবতীয় ফয়সালা- হায়াত, মউত, রিজিক, দৌলত, আমল ইত্যাদির সঙ্গে সম্পর্কযুক্ত বিধিনিষেধগুলো ওই রাতে লওহে মাহফুজ থেকে উদ্ধৃত করে কার্যনির্বাহক ফেরেশতাদের কাছে সোপর্দ করা হয়। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে শবেবরাত সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। আজ সূর্যাস্তের পরপরই শুরু হবে এ রজনী। কাল সূর্যোদয়ের আগ পর্যন্ত এ রাতের ফজিলত অব্যাহত থাকবে। শবেবরাত সম্পর্কে মহানবী হজরত মুহম্মদ (সা.) তার উম্মতদের বেশি বেশি নফল নামাজ আদায় এবং পরবর্তী দিনে রোজা রাখার নির্দেশ দিয়েছেন।

সূর্য অস্তমিত হওয়ার পরক্ষণ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজালি্ল পৃথিবীর কাছাকাছি আসমানে প্রকাশ পায়। তখন আল্লাহপাক বলতে থাকেন, 'আছে কি কেউ ক্ষমাপ্রার্থী? যাকে আমি ক্ষমা করব, আছে কি কেউ রিজিকপ্রার্থী? যাকে আমি রিজিক প্রদান করব। আছে কি কেউ বিপদগ্রস্ত? যাকে আমি বিপদমুক্ত করব। ' আল্লাহপাকের মহান দরবার থেকে প্রদত্ত এই আহ্বান অব্যাহত থাকে ফজর পর্যন্ত। বস্তুত শবেবরাত হলো আল্লাহপাকের মহান দরবারে ক্ষমা প্রার্থনার বিশেষ সময়।

আল্লাহপাকের নৈকট্য ও সানি্নধ্য লাভের এক দুর্লভ সুযোগ এনে দেয় এই শবেবরাত। তাই প্রতিটি কল্যাণকামী মানুষের প্রধান কর্তব্য হলো এ সুযোগের পরিপূর্ণ সদ্ব্যবহার; আল্লাহপাকের এবাদত-বন্দেগিতে সারারাত অতিবাহিত করা। শবেবরাত উপলক্ষে আজ সোমবার রাজধানীসহ সারাদেশের মসজিদে মিলাদ মাহফিল, নফল নামাজ, জিকির-আসকার এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পবিত্র শবেবরাত উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়েছে। এদিকে, শবেবরাতে যাতে শান্তিপূর্ণভাবে মুসলি্লরা এবাদত-বন্দেগিতে মশগুল থাকতে পারেন, এজন্য ঢাকা মহানগর পুলিশ রাজধানীতে সব ধরনের পটকা এবং আতশবাজি পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে। রাষ্ট্রপতির বাণী : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সৌভাগ্যের বারতা ও মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে পবিত্র শবেবরাত আমাদের মাঝে সমাগত। এই মহিমান্বিত রজনী মানব জাতিকে আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমালাভের অপার সুযোগ এনে দেয়। তিনি পবিত্র শবেবরাত উপলক্ষে দেয়া এক বাণীতে রোববার এ কথা বলেন।

বাণীতে তিনি মহিমান্বিত রজনী পবিত্র শবেবরাত উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবেবরাতের এই পবিত্র রজনীতে সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানান। তিনি বলেন, মহান আল্লাহ আমাদের সহায় হোন।

পবিত্র শবেবরাত সবার জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক- মহান আল্লাহর দরবারে এ কামনা করেন তিনি। প্রধানমন্ত্রীর বাণী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র শবেবরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণে এবং দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। শেখ হাসিনা বলেন, সৌভাগ্যের রজনী এই রাত মানবজাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এই রাতে তিনি ক্ষমা এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।

তিনি বলেন, আসুন সব কুসংস্কার ও কূপম-ুকতা পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিষ্ঠা করি। তিনি বলেন, রহমতের এই রাত আমাদের জন্য উন্মুক্ত করুক শান্তির, সমৃদ্ধি ও উন্নয়নের নতুন দিগন্ত। প্রধানমন্ত্রী বলেন, মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.